জেলার রূপসায় ফেসবুকে পোস্ট দিয়ে সাব্বির শেখ (১৯) নামে এক কলেজ ছাত্র গলায় লুঙ্গি পেঁচিয়ে আম গাছে আত্মহত্যা করেছেন। নিহত কলেজছাত্র রূপসা উপজেলার ইলাইপুর গ্রামের মো. রবিউল ইসলামের পুত্র এবং রূপসা কলেজের একাদশ শ্রেণির ১ম বর্ষের ছাত্র। নিহতের পারিবারিক সূত্র জানায়, সাব্বির শেখ অনেক রাত করে বাড়ি আসায় পরিবাররের লোকজন তাকে বকা দেয়। সেই ক্ষোভে নিজের ব্যবহৃত লুঙ্গী গলায় পেঁচিয়ে বাড়ির অভ্যন্তরের আম গাছের সাথে আত্মহত্যা করেন। আত্মহত্যার আগে গতকাল বৃহস্পতিবার ভোররাত তিনটার সময় ফেসবুকে ‘জীবনের ইতিপূর্বে হোক সবার কাছে ক্ষমা প্রার্থী’ কথাটি লিখে গেছেন। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি বলে পুলিশ জানায়। ঘটনার খবর পেয়ে থানা পুলিশের এসআই ইমরান খান ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠিয়েছেন।