শামছুল আলম সেলিম, কিশোরগঞ্জ : দেশের বৃহৎ ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। ইতিমধ্যে ঈদগাহ মাঠের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, প্রতিবছরের ন্যায় এবারো বিপুল উৎসাহ উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ১৯৮ তম পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। ঈদের জামাত শুরু হবে সকাল ১০টায়। ঈদের জামাত শুরু হবে। এতে ইমামতি করবেন মাওলানা মুফতি আবুল খায়ের সাইফুল্লাহ। বিকল্প ইমাম হিসেবে থাকবেন হয়বতনগর এ ইউ কামিল মাদরাসার প্রভাষক মাওলানা জোবায়ের ইবনে আব্দুল হাই।

মোবাইল ফোন ও ছাতা নিয়ে মাঠে প্রবেশ করা যাবে না। সারাদেশ ও বিদেশ থেকে ধর্মপ্রাণ মুসুল্লিরা ঈদের নামাজের জন্য আসবেন। যারা এক থেকে দুইদিন পূর্বে চলে আসেন তাদের জন্য ৩টি পৃথক স্থানে থাকার ব্যবস্থা করা হয়েছে। স্থানগুলো হলো, আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়, শোলাকিয়া কুমুদিনী প্রাথমিক বিদ্যালয় ও বাগে জান্নাত নূরানী মাদ্রাসা। তাদের জন্য বিনামূল্যে ইফতার ও খাবারের ব্যবস্থা করা হয়েছে।