আসন্ন ১৯ জুলাই ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত জাতীয় সমাবেশ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর মহানগরের মেট্রো সদর থানা জামায়াতের উদ্যোগে উইনিট প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর শহরের একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন সদর থানা জামায়াতের আমীর অধ্যক্ষ সালাউদ্দিন আইয়ুবী এবং পরিচালনা করেন থানা সেক্রেটারি মোঃ রবিউল হক।

সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যাপক জামাল উদ্দিন। এছাড়া গুরুত্বপূর্ণ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সদর থানা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মোঃ ছাদেকুজ্জামান খান, নায়েবে আমীর মাওলানা আব্দুর রব গাজী, মোঃ জালাল উদ্দিন, সহকারী সেক্রেটারি মোঃ তারেকুজ্জামান, মাওলানা কাজী মাহফুজউল্লাহ, মাওলানা আবু তাহের এবং সদর থানা কর্মপরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিসহ ইউনিট পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্মেলনে নেতারা ১৯ জুলাইয়ের সমাবেশকে সফল করার জন্য মাঠ পর্যায়ে সর্বাত্মক গণসংযোগ, প্রচার-প্রচারণা এবং উপস্থিতি নিশ্চিত করতে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করেন। বক্তারা বলেন, এই সমাবেশের মধ্য দিয়ে জনগণের আশা-আকাক্সক্ষা ও স্বাধীনতা-গণতন্ত্রের চেতনা নতুনভাবে উজ্জীবিত হবে।