মাহফুজ আলম কাপ্তাই থেকে: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপারের কাগজেন জন্য কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কে পি এম) ৯১৪.০০৯ মেট্রিক টন কাগজ সরবরাহের জন্য নির্বাচন কমিশন থেকে অনুমতি পেয়েছেন। ইতিমধ্যে ১৭৮.০০৯ মেট্রিক টন কাগজ নির্বাচন কমিশনের কাছে সরবরাহ করা হয়েছে। নির্বাচন কমিশনকে যথাসময়ে কাগজ সরবরাহ করার জন্য কেপিএম কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়া কাগজ উৎপাদনের জন্য কাঁচামাল হিসেবে বিদেশ থেকে প্রয়োজনীয় পাল্প নিয়ে আসা হয়েছে।

অবশিষ্ট কাগজ ধাপে ধাপে আগামী জানুয়ারি মাসের ২৬ তারিখের মধ্যে সরবরাহ সম্পন্ন করা হবে। মঙ্গলবার ১১ নভেম্বর বিকেলে আমাদের প্রতিনিধিকে জানান, বিষয়টি নিশ্চিত করেন কাপ্তাই কেপিএম’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শহীদ উল্লাহ। তিনি বলেন, নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী সবুজ, গোলাপী, এজুরলেইড ও বাদামী সালফেট কাগজ উৎপাদন করা হচ্ছে। এসব কাগজের বাজারমূল্য প্রায় ১১ কোটি ১১ লাখ টাকা। কেপিএম’র তথ্য মতে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে প্রতিষ্ঠানটির কাগজ উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ হাজার ৫০০ মেট্রিক টন। এর সম্ভাব্য মূল্য ৩৮ থেকে ৪৪ কোটি টাকা। চলতি বছরের ৯ অক্টোবর পর্যন্ত উৎপাদিত হয়েছে ১ হাজার ৯৩ মেট্রিক টন। সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এখন পর্যন্ত প্রায় ২ হাজার ৮৯৪ মেট্রিক টন কাগজের চাহিদা পাওয়া গেছে, যার বাজারমূল্য প্রায় ৩৭ কোটি ৩৩ লাখ টাকা। এ বছরের ৮ নভেম্বর পর্যন্ত বিক্রি হয়েছে ৯২৩ মেট্রিক টন। কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় ১৯৫৩ সালে প্রতিষ্ঠার পর কর্ণফুলী পেপার মিলস এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম কাগজ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে দীর্ঘদিন ধরে প্রযুক্তিগত দুর্বলতা, কাঁচামালের সংকট ও অতীতে অব্যবস্থাপনায় উৎপাদন কমে যায়। বর্তমানে পুরোনো যন্ত্রপাতি তালিজোড়া দিয়ে মিলটি উৎপাদন অব্যাহত রেখে উঠে দাঁড়াবার চেষ্টা করছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি।