সিদ্ধিরগঞ্জ (নারায়নগঞ্জ) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী আয়োজিত সিদ্ধিরগঞ্জ অঞ্চলের ৩নং ওয়ার্ডে সাংগঠনিক অফিস উদ্বোধন করা হয়েছে। গত বুধবার বাদ এশা মাদানী চত্বর এলাকায় অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর এম পি পদপ্রার্থী মাওলানা আবদুল জব্বার। সিদ্ধিরগঞ্জ উত্তর থানা আমীর মাওলানা মোস্তফা কামালের সভাপত্বিতে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, নারায়নগঞ্জ মহানগরী সেক্রেটারি ইঞ্জিঃ মনোয়ার হোসেন, সহকারী সেক্রেটারি জামাল হোসাইন।
প্রধান অতিথি উদ্বোধনী সভায় তার বক্তব্যে বলেন, মুমিনরা যখন যে অবস্থায় থাকে সে অবস্থায়ই আলহামদুল্লিাহ বলতে হয়। আমরা যখন ফিলিস্তিনের খবর গুলো দেখি যে কি অসহায় অবস্থার মধ্যে তারা আছে, খাবারের কষ্টে দিনাতিপাত করছে, খাবারের অভাবে শিশুরা প্রতিনিয়ত মারা যাচ্ছে সে তুলনায় আল্লাহ আমাদেকে অনেক ভালো রেখেছেন। আজকে এই অফিসের যে শুভ যাত্রা শুরু হয়েছে তা মানুষের খেদমতের জন্য উদ্বোধন করা হয়েছে। বিভিন্ন দল তাদের আধিপত্য বিস্তার করার জন্য, বিপরীত মতকে দমিয়ে রাখার জন্য, দলবাজি স্টান্টবাজি ও চাদাবাজি করার জন্য অফিস খুলে। কিন্তু আমরা আল্লাহর উপর ভরসা করে এজন্য উদ্বোধন করলাম যাতে সাধারণ জনগণের প্রয়োজনে আমরা এ অফিস থেকে কাজ করতে পারি। আমরা এই সমাজের মানুষদেরকে বলতে চাই মানুষের মতো চিন্তা নিয়ে যদি এই সমাজ পরিচালিত হয় তাহলে সমাজ সুন্দর হতে বাধ্য।
গত ৫৩ বছরে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। আরও ৫৪ বছরও যদি এই ভাবে রাষ্ট্র পরিচালিত হয় এখানে প্রকৃতপক্ষে কোন সুখ সম্মৃদ্ধি সম্ভব নয়। আমরা এই জমিনে ও জমিনের মালিক মহান আল্লাহর কুরআনের আওয়াজকে যদি বুলন্দ করতে পারি, খোলাফায়ে রাশেদার দিন কায়েম করতে পারি তাহলে কারো উপর কোন জুলুম নিপীড়ন হবে না। যার যে অধিকার রয়েছে যোগ্যতা অনুযায়ী তার অধিকার তাকে ফিরিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। জামায়াতে ইসলামী কখনো মিথ্যা ওয়াদার ভূমিকা পালন করে না। জনগণের মেন্ডেট নিয়ে আমরা নেতা হতে চাই না, খাদেম হতে চাই। অন্যরা চায় ব্যাক্তির আদর্শকে প্রতিষ্ঠিত করতে আর আমরা চাই প্রিয় নবী মোহাম্মদ (সা.) এর আদর্শকে প্রতিষ্ঠিত করতে। যা বাস্তবায়ন হলে সমাজে আর কোন অন্যায় অবিচার থাকবে না পক্ষান্তেরে ন্যায় প্রতিষ্ঠিত হবে। সেই সমাজ কায়েম করার জন্য জুলুম নির্যাতন থেকে বাঁচার জন্য মজলুমের পক্ষে দাঁড়ানোর জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করে এই ৩ নং ওয়ার্ড এর সকল জনশক্তিকে আহ্বান করছি। তিনি আরও বলেন, প্রিয় ভাইয়েরা আমার আল্লাহর উপর ভরসা করে আমরা যদি এগিয়ে যেতে পারি তাহলে পৃথিবীর কোন শক্তি এই এলাকার মানুষের খেদমত করার জায়গা থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করতে পারবে না। কেউ কেউ বলছে ওমুকের শক্তি বেশি তমুকের টাকা বেশি। কিন্তু আমরা বলতে চাই টাকা আর শক্তি দিয়ে এখন আর মানুষকে ভোলানো যাবে না। ঢাকা বিশ^বিদ্যালয়ে তারা টাকা আর পেশি শক্তি দিয়ে ষড়যন্ত্র করে সাধারণ শিক্ষার্থীদের অধিকার কেড়ে নিতে চেয়েছিল। কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তা রুখে দিয়ে ব্যালটের মাধ্যমে তাদের উচিৎ জবাব দিয়ে দিয়েছে। তিনি আরও বলেন, এলাকায় অনেক কিশোর গ্যাং আছে। আমরা কিশোরদের নিয়ে কাজ করবো। তাদের কি কি সমস্যা আমরা জানার চেষ্ঠা করবো।
এ সব কিশোরদেরকে বিভিন্ন নেতারা তাদের সামান্য কিছু টাকার বিনিময়ে তাদের ব্যবহার করে। আর পরে এসব কিশোররাই সামাজে বিভিন্ন অপকর্ম করে থাকে। এসব সমস্যার সমাধান করতে আপনাদের সহযোগীতা দরকার। আপনারা হয়তো বলতে পারেন অন্য দলগুলো তো অনেক শক্তিশালী কিন্তু আমি বলবো আল্লাহর উপর কেউ শক্তিশালী নয়। অতএব আমাদেরকে ভালো ভালো পরিল্পনা নিতে হবে। শিশুদের জন্য কি করা যায়। নারীদের জন্য কি করা যায়। কিশোরদের জন্য কি করা যায়। যুবকদের জন্য কি করা যায়। বেকারদের জন্য কি করা যায়। শিক্ষার্থীদের জন্য কি করা যায়। সর্বপরি এই দেশ ও সমাজের জন্য ক করা যায় সেই চেষ্ঠা করা। নির্বাচনে আমরা বিজয়ী হই আর না হই সর্বপরী এ দেশের মানুষের সাথে থাকবো ইনশাআল্লাহ।
থানা সেক্রেটারি কামরুল ইসলাম রিপনের সঞ্চালনায় উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন, কমিশনার পদপার্থী আব্দুল খালেক, শরীফুল্লাহ তারেক (মাহসচিব, শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন), বশিরুল হক ভূইয়া, মুফতি মাসুম বিল্লাহ মাদানী, রমজান আলী, শাহনেওয়াজ দীপু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।