সাদুল্লাপুর সংবাদদাতা : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের ইদিলপুর টু দক্ষিণ লক্ষীপুর (কাঁঠালপাড়া) রাস্তার টি বেহাল অবস্থা। মান্নানের বাড়ি থেকে দক্ষিণ লক্ষীপুর রহিমা খাতুন উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হয়ে পলি লক্ষীপুরের আলীর বাড়ির পশ্চিমে পর্যন্ত ০.৯৬০ কিলোমিটার রাস্তাটি পাকা না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষা মৌসুম এলেই রাস্তাটি কাদা ও পানি জমে চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়ে। এতে শিক্ষার্থী, রোগী, কৃষক ও সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়। বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় অবশেষে এলাকাবাসী অভিনব উপায়ে নীরব প্রতিবাদে নামেন।
গতকাল রোববার সকালে ওই এলাকার শতাধিক নারী-পুরুষ কাদা রাস্তায় ধানের চারা রোপণ করে তাদের ক্ষোভ প্রকাশ করেন। রাস্তা নয়, যেন কাদা ধানের জমি-এমন দৃশ্য দেখে যে কেউ অবাক হবেন। হাতে ধানের চারা, মুখে কোনো স্লোগান নয়, শুধুই এক নিঃশব্দ প্রতিবাদ- “পাকা রাস্তা চাই”।
প্রতিবাদে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা বলেন, “আমরা বছরের পর বছর ধরে কষ্ট করছি। বর্ষা এলেই এই রাস্তা আর রাস্তা থাকে না- মনে হয় মাছ চাষের খাল। আমরা আর পারছি না। তাই আজ ধান রোপণ করে বোঝাতে চেয়েছি, এ রাস্তা গাড়ি ও মানুষের চলার নয়, যেন চাষাবাদের উপযোগী হয়ে গেছে।
শিক্ষার্থীরা বলেন, “প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুলে যেতে অনেক কষ্ট হয়। অনেক সময় কাদায় পড়ে গিয়েছি। আমরা দ্রুত এই রাস্তাটির পাকা চাই।”
এলাকাবাসীর অভিযোগ, বহুবার বিষয়টি কতৃপক্ষের নজরে নিয়ে আসা হলেও তারা আশ্বাস ছাড়া কিছুই দেয়নি। ফলে দীর্ঘ দিনের ক্ষোভ থেকেই এই নীরব প্রতিক্রিয়া।
এদিকে এই প্রতিবাদের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মাঝে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। অনেকেই বলছেন, এভাবে প্রশাসনের টনক না নড়লে সাধারণ মানুষ আর কী করবে? এলাকাবাসীর দাবি হাজার হাজার লোকের চলাচলের লাল মাটির কাঁচা রাস্তাটি পাকা করে জনদুর্ভোগ লাঘব এগিয়ে আসবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উল্লেখ্য যে রাস্তাটি সাদুল্লাপুর গাইবান্ধা পলাশবাড়ী ও ধাপেরহাটে যাওয়ার জন্য একমাত্র রাস্তা।