বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ। সেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতির কোনো স্থান থাকবে না। আপনাদের সঙ্গে নিয়ে আমি ইসলামের শাসন প্রতিষ্ঠা করতে চাই। দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সৎ যোগ্য নেতাদের সংসদে পাঠান, ইনশাআল্লাহ বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, খুলনা-৬ আসন হলো উপকুলীয় অঞ্চল। সেই হিসেবে এখানে তেমন একটা উন্নয়ন হয়নি। এখানের অনেক রাস্তা-ঘাট ভাঙাচোরা কাঁচা রয়েছে, এখানে শিক্ষা প্রতিষ্ঠানের অভাব রয়েছে। তিনি বলেন, রাষ্ট্রের প্রতিটি পয়সার হিসাব জনগণের কাছে পৌছাবো যাতে করে কোন রকম অন্যায় দুর্নীতি বিন্দুমাত্র হওয়ার কোন আশংকা না থাকে। আমাদের সমাজে যে চাঁদাবাজ রয়েছে তাদের চাঁদাবাজি বন্ধ করা হবে। এছাড়া আমাদের ছাত্র সমাজ নেশার সাথে জড়িয়ে যাচ্ছে আমাদের কাজ হবে তাদেরকে ফিরিয়ে আনতে হবে। তাছাড়া অনেক বেকার যুবক রয়েছে এদের জন্য কোন কার্যকর পদক্ষেপ নেই। আমরা বেকার যুবকদের কর্মের হাতে রূপান্তরিত করতে চাই। আমি ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি আশাকরি তারা আমাদের পাশে থাকবেন। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে পাইকগাছা পৌরসভা এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণকালে তিনি এ সব কথা বলেন।
এ সময় পাইকগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আলতাফ হোসেন, পৌরসভার আমীর ডা. আসাদুল হক, সেক্রেটারি মিজানুর রহমান, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোর্ত্তজা জামান আলমগীর রুলু, ছাত্রশিবিরের আসাদুল ইসলাম, খ্রিস্টান গির্জার সভাপতি জন, সেক্রেটারি
উজ্জ্বল সরকার, সদস্য আগস্টিং সরকার, ও বান্নাবাশ সরকারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাওলানা আবুল কালাম আজাদ আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা গত ১৭ বছর বিএনপি-জামায়াত, ছাত্রশিবিরের ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছে। তারপরও কোনো কিছুতেই জামায়াতে ইসলামী এক মুহূর্তের জন্য থেমে থাকেনি, থেমে যায়নি। জনগণকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশ গড়বে।