গ্রাম-গঞ্জ-শহর
সংক্ষিপ্ত সংবাদ
সাভার বাসস্ট্যান্ডের মডেল মসজিদ সেমিনার কক্ষে গতকাল শনিবার বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদের ঢাকা জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ঢাকা জেলা শাখার সভাপতি ড. মাওলানা মোহাম্মদ খলিলুর রহমানের
Printed Edition
সাভার সংবাদদাতা: সাভার বাসস্ট্যান্ডের মডেল মসজিদ সেমিনার কক্ষে গতকাল শনিবার বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদের ঢাকা জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ঢাকা জেলা শাখার সভাপতি ড. মাওলানা মোহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রফেসর ড.মাওলানা মোঃ শাহজাহান মাদানী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদের ঢাকা জেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন।
কিশোরকন্ঠ মেধাবৃত্তি সাতক্ষীরা
কিশোরকন্ঠ পড়বো জীবনটাকে গড়বো, ফুলের মত ফুটবো মোরা জ্ঞানের আলোয় জ্বলবো" এই শ্লোগানকে ধারণ করে সাতক্ষীরায় কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ (ফেব্রুয়ারি) দুপুর ১২টায় শহরের কামালনগর লেকভিউ সেন্টরের কনভেনশান হলরুমে এ পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা শহর কিশোরকন্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা হাবিবুর রহমান।
আন্তর্জাতিক নারী দিবস
আশাশুনিতে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আশাশুনির আয়োজনে এবং ব্র্যাক, বারসিক, বাংলাদেশ ন্যাজারীণ মিশন, ঘএঙ-ঋ, টঘউচ-এঈঅ প্রকল্পসহ ১২টি এনিজওর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়।
চৌগাছা (যশোর): যশোরের চৌগাছায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিস।
উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
ইফতার মাহফিল
ছাতক (সুনামগঞ্জ): বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ছাতক পৌর শাখার উদ্যোগে পবিত্র রামাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৭ মার্চ) স্থানীয় মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের পৌর শাখার সভাপতি ক্বারী নুরুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনের বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি মোমতাজুল হাসান আবেদ, বিশেষ অতিথি ছাতক পৌর জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদ, পৌর জামায়াত সেক্রেটারি ডা. হেলাল উদ্দিন, ছাতক উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়ন সভাপতি হুমায়ুন কবির, পরিবহন শাখা সভাপতি নাদির উদ্দিন, শ্রমিক নেতা ছালিক মিয়া প্রমুখ।
মহেশখালী (কক্সবাজার): মহেশখালীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ সকালে মহেশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হেদায়েত উল্ল্যাহর সভাপতিত্বে অনুষ্টিত র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন- মহেশখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ জয়নাল আবেদীন, মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউছার আহমেদ, উপজেলা প্রকৌশলী বনি আমিন জনি, উপজেলা কৃষি অফিসার মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।
চকরিয়া
“অধিকার, সমতা, ক্ষমতায়ন- নারী ও কন্যার উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চকরিয়ায় একাধিক কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ পালিত হয়েছে। (৮ মার্চ) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর চকরিয়ার আয়োজনে এবং ব্র্যাক, আইএসইসি প্রজেক্ট ও ব্রেকিং দ্য সাইলেন্স এর সহযোগিতায় এক বর্ণাঢ্য র্যালি উপজেলা প্রশাসন চত্বর প্রদক্ষিণ করে মোহনা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।