চুয়াডাঙ্গার দামুড়হুদায় পিকেএসএফ ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে সবজি চাষিদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্যের বাজার সৃষ্টির লক্ষ্যে কৃষকদের নিয়ে উৎপাদিত পণ্যের বাজার সংযোগ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) দামুড়হুদার কোষাঘাটায় অবস্হিত গো গ্রীন সেন্টারে দিন ব্যাপি এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার। বিশেষ অতিথি ছিলেন এগ্রোইকোলজি প্রকল্পের সমন্বয়কারী কৃষিবিদ শাখাওয়াত হোসেন, ওয়েভ ফাউন্ডেশনের কৃষি ইউনিটের কৃষিকর্মকর্তা কৃষিবিদ ফায়সাল মাহমুদ, এগ্রোইকোলজি প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা জুয়েল বিশ্বাস ও ছাব্বির হোসেন। কর্মশালায় চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা কৃষক, ব্যবসায়ী, সার ডিলার, সাংবাদিক ও স্হানীয় বিভিন্ন কৃষি উদ্যোক্তাসহ প্রায় ১০০ অংশগ্রহণকারী অংশগ্রহণ করেন। কর্মশালায় নিরাপদ খাদ্য উৎপাদন কৌশল, কৃষিপণ্যের গুণগত মান বৃদ্ধি, উৎপাদন থেকে বিপণন পর্যন্ত চেইন উন্নয়ন এবং বাজার সংযোগের বাস্তবধর্মী দিকগুলো তুলে ধরা হয়। উপস্হিত অতিথি ও অংশগ্রহণকারীরা বলেন, পরিবেশসম্মত উৎপাদন পদ্ধতি ও নিরাপদ খাদ্যের চাহিদা বিশ্বব্যাপী বাড়ছে। কৃষকদের আধুনিক প্রযুক্তি, সঠিক দিকনির্দেশনা ও বাজারসংযোগ নিশ্চিত করতে পারলে উৎপাদন ও আয়ের দ্বিমুখী সাফল্য অর্জন সম্ভব। এ ধরনের কর্মশালা কৃষকদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মশালায় অংশগ্রহণকারীরা নিরাপদ খাদ্য উৎপাদন এবং বাজারসংযোগকে আরো গতিশীল করার আহ্বান জানান।
গ্রাম-গঞ্জ-শহর
চুয়াডাঙ্গায় কৃষকের উৎপাদিত পণ্যের বাজার সংযোগ কর্মশালা
চুয়াডাঙ্গার দামুড়হুদায় পিকেএসএফ ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে সবজি চাষিদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্যের বাজার সৃষ্টির লক্ষ্যে কৃষকদের নিয়ে উৎপাদিত পণ্যের বাজার সংযোগ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।