চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ব্রীজপাড়া এলাকায় সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে পরিচালিত একটি অভিযানে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৫ রাউন্ড তাজা গুলি। এ সময় সন্দেহভাজন একজন ব্যক্তিকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযান ঘিরে এলাকায় ব্যাপক তৎপরতা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল ৩১ জুলাই ভোররাতে (সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত) ৫৫ এফআই ইউনিটের তথ্যের ভিত্তিতে ৩৬ এডি ইউনিটের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন বিএ-৯৯০৩ মেজর রাফিদুল প্রামানিক এবং বিএ-১১৩৮৫ ক্যাপ্টেন মঞ্জুর রহমান মাশফি। নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য এবং সামরিক দক্ষতার সমন্বয়ে যৌথ বাহিনী ব্রীজপাড়া গ্রামের সাইদুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হয়। এসময় উদ্ধার হয় ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ১৫ রাউন্ড তাজা গুলী অভিযান শেষে আটক আসামিকে উদ্ধারকৃত অস্ত্র ও গুলীসহ আইনানুগ প্রক্রিয়ায় দামুড়হুদা থানায় হস্তান্তর করা হয়।
গ্রাম-গঞ্জ-শহর
গুলী ও ম্যাগাজিনসহ একজন আটক
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ব্রীজপাড়া এলাকায় সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে পরিচালিত একটি অভিযানে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৫ রাউন্ড তাজা গুলি। এ সময় সন্দেহভাজন