রাবি রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর নয়া প্রধান নির্বাচন কমিশনার হিসেবে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও রাকসুর অন্যতম নির্বাচন কমিশনার ড. এফ নজরুল ইসলামকে নিয়োগ দেয়া হয়েছে। আর নির্বাচন কমিশনার পদের শূন্য স্থানে লোক প্রশাসন বিভাগের প্রফেসর পারভেজ আজহারুল হককে নিয়োগ দেয়া হয়েছে। এই সঙ্গে নির্বাচনের মনোনয়নপত্র বিতরণও গতকাল থেকে শুরু হয়েছে।

উল্লেখ্য, প্রফেসর মো. আমজাদ হোসেন পাবলিক সার্ভিস কমিশনের সম্মানিত সদস্য হিসেবে নিয়োগ পাওয়ায় প্রধান নির্বাচন কমিশনার পদটি শূন্য হয়। রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে গতকাল রোববার চলবে আগামী ২৬ আগস্ট মঙ্গলবার পর্যন্ত। এদিকে রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি এবং হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্রের ফি পুনর্নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি পদে মনোনয়নপত্রের দাম ৩০০ টাকা এবং হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্রের দাম ২০০ টাকা।