নেত্রকোণা সংবাদদাতা : ‎একবার ব্যবহার্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে নেত্রকোণায় স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

‎সম্প্রতি নেত্রকোণা দত্ত উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) আয়োজনে এবং আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ (এআরএফবি)র সহযোগিতায় এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

‎বিদ্যালয়ের প্রধান শিক্ষক( ভারপ্রাপ্ত) মো: মুজিবুর রহমান এর সভাপতিত্বে ও এআরএফবি’র চেয়ারম্যান দিলওয়ার খানের সঞ্চালনায় এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মতিন।

‎এতে স্বাগত বক্তব্য দেন বেলার বিভাগীয় সমন্বয়কারী গৌতম চন্দ্র চন্দ। তিনি বেলার কার্যক্রম ও কর্মসূচির উদ্দেশ্য তুলে ধরে “সিঙ্গেল ইউজ প্লাস্টিক-ঝুঁকিতে মাটি, বায়ু, কৃষি, জলাশয় ও পাহাড়” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

‎আলোচনায় অংশ নেন সমাজকর্মী মেহেদী হাসান, বিদ্যালয়ের শিক্ষক শেফালি বেগম, আকাশ গৌড় ও এআরএফবি’র সেক্রেটারি চন্দন নাথ চৌধুরী প্রমুখ। বক্তারা প্লাস্টিক দূষণের বর্তমান ভয়াবহতা তুলে ধরে পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

এ কর্মসূচিতে নবম ও দশম শ্রেণির প্রায় ৫০ জন শিক্ষার্থী অংশ নিয়ে মতবিনিময় করেন।