কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতাঃ ঢাকার কেরানীগঞ্জে পীর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে আয়োজিত এ ক্যাম্পের উদ্বোধন করেন ঢাকা-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মো. শাহীনুর ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. শাহীনুর ইসলাম বলেন, দেশের সুশাসন প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামের বিকল্প নেই। সাধারণ মানুষ এখন দাঁড়িপাল্লার দিকে ঝুঁকে পড়েছে। আমরা মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করছি। সন্ত্রাস ও চাঁদাবাজের স্থান এদেশে থাকবে না। ফেব্রুয়ারি নির্বাচনের সবাই নির্ভয় ভোট দিতে যাবেন।
তিনি আরও জানান, কেরানীগঞ্জের প্রতিটি ইউনিয়নে ধারাবাহিকভাবে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা জামায়াতের আমির অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক ম-ল, মডেল থানার আমির ড. এমাদুল ইসলাম, তেঘরিয়া ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ হানিফসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন জিনজিরা ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।