সিরাজগঞ্জে কামারখন্দ উপজেলায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করার চেষ্টা করতে গিয়ে রোকেয়া বেগম নামের এক রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ। একই ঘটনায় পরিচয়দানকারী তার স্বামী মো. আনিস (৪০) কে-ও আটক করা হয়।
কামারখন্দ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ দৈনিক সংগ্রামকে বলেন, আটক দুইজন রোহিঙ্গার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং কোর্টে প্রেরণ করলে বিচারিক আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেছে।
ভুয়া কাগজপত্র নিয়ে কামারখন্দ নির্বাচন অফিসে ভোটার হতে আসেন রোকেয়া বেগম। তার নাম ঠিকানা ও কথাবার্তায় সন্দেহ হলে উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ রানা বিষয়টি জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয় এবং তাকে পুলিশ হেফাজতে দেয়া হয়।
পরের দিন সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে রোকেয়া বেগমকে হাজির করা হয়। এমন সময়ে মো. আনিস নামে একজন রোকেয়া বেগমের স্বামী পরিচয় দিয়ে উপস্থিত হন। পরে জিজ্ঞাসাবাদে দুজনেই স্বীকার করেন যে তারা কক্সবাজারের উখিয়া টেংখালী ক্যাম্প-১২, জি-৪ ব্লকের বাসিন্দা।
কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল বলেন, আটককৃত দুজনই স্বীকার করেছেন তারা রোহিঙ্গা।