সিলেটের বিয়ানীবাজারে আইফোনের জন্য ইমন আহমদ (২০) নামের এক যুবক খুন হয়েছেন। তিনি কুড়ারবাজার ইউনিয়নের খশির নামনগর গ্রামের মুতলিব মিয়ার ছেলে। এ ঘটনায় আশরাফুল (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত আশরাফুল আব্দুল করিম মনাইর ছেলে।

গতকাল বুধবার সকালে উপজেলার শেওলা ইউনিয়নের কোনা শালেস্বর গ্রামের একটি ফিসারির পার থেকে তার হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ইমনের লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, ইমন খুবই সহজ-সরল প্রকৃতির যুবক। তিনি আইফোন ১৫ প্রো ম্যাক্স একটি ফোন ব্যবহার করতেন এবং তার এই ফোনের উপর তার বন্ধু-বান্ধবের নজর রয়েছে। তারা প্রায়ই ইমনের মোবাইল ফোন নিয়ে ব্যবহার করতো। গত ৭ ডিসেম্বর ইমনকে তার বন্ধু আশরাফুল বাড়ি থেকে বের করে নিয়ে আসে এবং পরবর্তীতে তাকে আর পাওয়া যায়নি।

গতকাল বুধবার সকালে উপজেলার শেওলা ইউনিয়নের কোনা শালেস্বর গ্রামের একটি ফিসারির পার থেকে তার হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় জড়িত তার বন্ধু আশরাফুলকে আটকের পর তার জবানবন্দিতে আইফোন ছিনতাই ও ইমন হত্যাকা-ের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানায় পুলিশ।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, ‘একটি ফিসারির পার থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ইমন নামের এক যুবকরে লাশ উদ্ধার করে পুলিশ এবং এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এদিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’