মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা : সংরক্ষিত বনাঞ্চলের মাটি ও বালি রাতের আধারে চুরি করার সময় বাধা দেয়ায় চট্টগ্রামের মিরসরাইয়ে বনকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।এতে ৪ বনকর্মী গুরুতর আহত হয়েছেন। হামলার ঘটনায় সেচ্ছাসেবক দল নেতা মাসুদ কালাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে বনবিভাগ।
গত ৩ ডিসেম্বর রাতে উপজেলার করেরহাট ইউনিয়নের পাহাড়ি অঞ্চল সাহেবেনীখিল এলাকায় এই ঘটনা ঘটে।
চট্টগ্রাম উত্তর বনবিভাগের করেরহাট রেঞ্জ কর্মকর্তা মোঃ আলাল উদ্দিন বলেন, করেরহাট রেঞ্জে আওতাধীন সাইবেনের খিল এলাকায় পাহাড়ে শ্যালো মেশিন বসিয়ে পাহড়া কাটার খবর পেয়ে আমি সহ আমার চার সহকর্মী অভিযানে গিয়ে দেখি করেরহাট ইউনিয়ন সেচ্ছাসেবক দল এর আহ্বায়ক মাসুদ কালার নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি বনদস্যু পাহাড় কেটে বালি নিয়ে যাচ্ছে। আমরা বাধা দিতে গেলে আমাদের উপর দেশীয়অস্ত্র দিয়ে হামলা করে। এতে আমি সহ আমার সাথে থাকা বনকর্মী শাহ আলম, এনামুল হক, মো: রুহুল আমিনপফ ৪ জন আহত হই।
এছাড়া ইতিপূর্বে ও একই ধরনের ঘটনা ঘটায় এই সেচ্ছাসেবক নেতা। চট্টগ্রাম উত্তর বন বিভাগ করেরহাট ও নারায়নহাটের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ হারুন অর রশীদ বলেন ইতি পুর্বে এই নেতা একই কায়দায় পাহাড়ি বালি লুক করতে গেলে বনবিভাগের কর্মকর্তারা বাদা দিলে বন কর্তাদের উপর হামলা করে। তখন দলিয় দায়িত্বশীল নেতারা বিষয়টি মামলা না করতে অনুরোধ করেন এবং মাসুদ কালা সহ জড়িতদের জুতা পেটা করে সমাধান করেন।
পূর্বের ঘটনায় মামলা না করায় তারা পুনরায় বন কর্মকর্তাদের উপর হামলা করতে সাহস পেয়েছে।
প্রাথমিক চিকিৎসা শেষে বন কর্মকর্তা আলাল উদ্দিন বলেন, সেচ্ছাসেবক দলের ইউনিয়ন সদস্য সচিব মাসুদ কলা সহ ৫ সন্ত্রাসীর নাম উল্লেখ করে মামলা করা হয়েছে।
জোরারগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম বলেন, বনকর্মকর্তাদের উপর হামলার ঘটনায় বন আইনে মামলা পক্রিয়াধিন। মামলা রুজু হওয়ার পর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।