খুলনা জেলার কয়রা উপজেলার লালুয়া-বাগালী গ্রামের রাস্তার বেহালদশা চলছে ভোগান্তিতে হাজারো গ্রামবাসী। খুলনা জেলার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের অন্তর্গত লালুয়া গ্রামের রাস্তার অবস্থা বর্তমানে চরম অবনতি পর্যায়ে পৌঁছেছে। দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় কাঁচা ও খানাখন্দে ভরা এই রাস্তা দিয়ে চলাচল এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তাটি ব্যবহার করে প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অসুস্থ রোগী, কৃষক ও সাধারণ মানুষ চলাচল করে। বর্ষার সময় এই রাস্তা কর্দমাক্ত হয়ে যায়, তখন রোগী নিয়ে হাসপাতালে যাওয়াও একপ্রকার যুদ্ধের মতো হয়ে দাঁড়ায়। এলাকার ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়ছেন, কারণ পণ্য পরিবহনে দেরি ও ভোগান্তি বাড়ছে।

গ্রামবাসীদের অভিযোগ, বহুবার স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে অভিযোগ করেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। রাস্তাটি সংস্কার করা এলাকাবাসীর প্রাণের দাবি। স্থানীয় মুব্বব্বি রফিকুল ইসলাম বলেন, আমরা তো ভোট দিই, কিন্তু রাস্তা পাই না। আমাদের এই দুর্ভোগ কে দেখবে?