বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, দায়সারা গোছের কোন নির্বাচন জনগণ মানবে না বরং নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য। এ দাবি কোন ভাবেই পাশ কাটানোর সুযোগ নেই। আর প্রচলিত পদ্ধতির নির্বাচনে জনমতের পুরোপুরি প্রতিফলন হয় না। মূলত, জুলাই সনদকে আইনী ভিত্তি দিয়েই সেই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এসব ক্ষেত্রে আইনী প্রতিবন্ধকতা দূর করার জন্য রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি বা প্রয়োজনে গণভোটের আয়োজন করতে হবে। তিনি নির্বাচন নিয়ে যেকোন ষড়যন্ত্র প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। গণসংযোগকালে তিনি বলেন, ইসলাম ছাড়া সাধারণ মানুষের মুক্তি সম্ভব নয়। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানাচ্ছি। তিনি আরও বলেন, ইসলামই একমাত্র পথ, যা সাধারণ মানুষের প্রকৃত মুক্তি ও ন্যায়ের নিশ্চয়তা দিতে সক্ষম। সমাজে শান্তি ও সুবিচার প্রতিষ্ঠায় ইসলামী আদর্শের কোনো বিকল্প নেই। তাই আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করার মাধ্যমে ইসলামী মূল্যবোধ ভিত্তিক একটি রাষ্ট্র গঠনে অংশ নেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে খুলনা-৩ আসনের দৌলতপুর থানাধীন ফুলবাড়িগেট বাজারে গনসংযোগ চলাকালে তিনি এ সব কথা বলেন।

এ সময় তার সঙ্গে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, দৌলতপুর থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন, জামায়াত নেতা ইসমাইল হোসেন পারভেজ, ডাক্তার সৈয়দ গোলাম কিবরিয়া, শেখ আলাউদ্দিন, রেজাউল কবির, কবিরুল ইসলাম, মোল্লা হুমায়ুন, জয়নাল আবেদীন, সাখাওয়াত হোসেন, আবু সুফিয়ান, শফিকুল ইসলাম, খোকন মোল্লা, নুরুল ইসলাম, আব্দুল সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাড়া-মহল্লার প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী গণসংযোগ করেন। এ সময় বাড়িতে থাকা লোকজনদের মাঝে লিফলেট বিতরণ ও দাঁড়িপাল্লা মার্কায় ভোট চান নেতাকর্মীরা।

অধ্যাপক মাহফুজুর রহমান আরও বলেন, দুর্নীতি, স্বজনপ্রীতি, হয়রানি ও চাঁদাবাজমুক্ত ন্যায় ও ইনসাফভিত্তিক বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান। গত ৫৩ বছরও এলাকায় তেমন কোন ধরনের উন্নয়ন হয়নি। আপনারা একটা বারের জন্য হলেও দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলকে জনগণের সেবা করার সুযোগ দেন।