যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আবু বক্কার (৫৩) নামে এক ব্যক্তি নির্মমভাবে পিটুনির শিকার হয়ে প্রাণ হারিয়েছেন।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আবু বক্কার ওই গ্রামের মৃত হোসেন কবিরাজের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আবু বক্কার কিছুদিন আগে একই গ্রামের নির্মল কুমার নামে এক ব্যক্তির কাছে মুরগি বিক্রি করেন। এ সংক্রান্ত বাকি টাকা চাইতে গেলে নির্মল ও তার স্ত্রী ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তারা দু’জন মিলে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন আবু বক্কারকে।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্ত স্বামী-স্ত্রী ঘটনার পরপরই পলাতক রয়েছেন।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, পাওনা টাকা সংক্রান্ত বিষয় নিয়ে একটি হত্যার ঘটনা ঘটেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।