ফেনীতে পৌর এলাকায় যানজট নিরসনে ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলার চেষ্টা করেছে দখলদাররা। বৃহস্পতিবার বিকেলে শহরের সুলতান মাহমুদ পৌর হর্কাস মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। এ সময় অভিযানে বাধা সৃষ্টি করে ফুটপাতের অবৈধ দখলদাররা। একপর্যায়ে তারা সংঘবদ্ধ হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ির চারপাশে জড়ো হয়ে হামলার চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সুলতান মাহমুদ পৌর হর্কাস মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ওমর ফারুক বলেন, ঘটনার সময় আমি সেখানে ছিলাম না। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। বিস্তারিত খোঁজ নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। এ ব্যাপারে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন বলেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযান শেষে ফেরার পথে তারা (দখলদাররা) মব করার চেষ্টা করেছে। পরে গাড়ি থেকে নামলে তারা সেখান থেকে চলে যায়। অভিযানের সময় তারা জড়ো হয়ে উসকানি দেওয়ার চেষ্টা করেছে। এ বিষয়ে ইতোমধ্যে জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে।

এদিকে ফেনী সদর, সোনাগাজী, ফুলগাজী উপজেলার বিভিন্ন বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এ সময় অভিযানে ১১টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৪০টি মামলা করেন। বিভিন্ন অপরাধে ৪০জনকে ৮৩ হাজার ৭০০ টাকা জরিমানা করেন।