গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এম মঞ্জুরুল করিম রনি গত বুধবার কাজী আজিম উদ্দিন কলেজে ছাত্র-ছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় ব্যাপক আলোচনাÑসমালোচনা, কারণ সামাজিক মাধ্যমে দাবি উঠেছেÑরনির আগমনে কলেজে ক্লাস বন্ধ রেখে প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, দুপুরের দিকে ক্যাম্পাসে রনির উপস্থিতিতে কিছু ক্লাস সাময়িক বন্ধ হয়ে যায় এবং শিক্ষার্থীদের তাঁর সামনে সমবেত হতে দেখা যায়। এ নিয়ে শিক্ষামহলের একটি অংশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলছে, শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার স্থান; রাজনৈতিক প্রচারণা বা সমাবেশ সেখানে গ্রহণযোগ্য নয়।
তবে এ অভিযোগের বিষয়ে কলেজ প্রশাসন ভিন্ন অবস্থান জানিয়েছে। কাজী আজিম উদ্দিন কলেজের প্রিন্সিপাল মোঃ তৌহিদুল ইসলাম বলেন, দুপুরে বিরতির সময় বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী এম মঞ্জুরুল করিম রনি কলেজে এসেছিলেন।
তিনি ছাত্র-ছাত্রীদের কাছ থেকে দোয়া নিয়ে গেছেন। কোনো ক্লাস বন্ধ করা হয়নি এবং এটি কোনো প্রচারণা সভা ছিল না।
এদিকে রনির ঘনিষ্ঠ কয়েকজন নেতাও একই বক্তব্য দিয়ে দাবি করেছেন, এটি ছিল কেবল সৌজন্য সাক্ষাৎ, প্রচারণা নয়।
তবে শিক্ষার্থীদের একাংশ ও অভিভাবকরা বলছেন, বিরতির সময় হলেও ক্যাম্পাসে রাজনৈতিক উপস্থিতি অনাকাক্সিক্ষত এবং শিক্ষার পরিবেশে প্রভাব ফেলতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ঘটনাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
ঘটনার পর কলেজ প্রশাসনের অভ্যন্তরে বিষয়টি নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে।