ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজকে ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটির প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মিজানুর রহমানের বিরুদ্ধে গত ৮ সেপ্টেম্বর এ ব্যবস্থা নেওয়া হয়। তবে বিষয়টি প্রকাশ্যে আসে গতকাল বুধবার। ওই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে বলেও জানিয়েছে ডিএনসিসি।
ডিএনসিসির সচিব মোহাম্মদ মামুন-উল-হাসানের স্বাক্ষরে এক অফিস আদেশে বলা হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশন, অঞ্চল-১, প্রশাসন শাখার কর্মকর্তা মিজানুর রহমানকে দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ, অদক্ষতা, দুর্নীতি বা প্রতারণায় জড়ানোর অভিযোগে বিভাগীয় মামলা রুজু করে বিধি মোতাবেক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হল। বরখাস্তকালীন বিধি মোতাবেক তিনি খোরাকিভাতা প্রাপ্য হবেন।
এ বিষয়ে জানতে চাইলে মিজানুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, আমাকে বরখাস্ত করা হয়েছে। তবে রিজন কি তা জানি না। প্রশাসককে ঘুষের প্রস্তাব দিয়েছেন কি না এমন প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি। ঢাকা উত্তর সিটি করপোরেশনের একজন কর্মকর্তা বলেন, সম্প্রতি কয়েকজন কর্মচারীকে উপ-কর কর্মকর্তা পদে পদায়ন করেছে ডিএনসিসি।
উপ-কর কর্মকর্তা পদটি নবম গ্রেডের হলেও এসব পদে ১৬-১৪ গ্রেডের কর্মচারীদেরও পদায়ন করা হয়েছে। মিজানুর রহমানও এ পদের জন্য আগ্রহী ছিলেন। এ কারণে মোহাম্মদ এজাজকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান মিজানুর রহমান। সেখানে তার কাজটি করে দিলে এক লাখ টাকার উপহার দেওয়ার আশ্বাস দেন মিজানুর।