কক্সবাজারের মহেশখালী পৌরসভার মৌলানা ইসা ও গোরকঘাটার মুনসি বাসির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

গতকাল রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ শোক জানান।

মহেশখালী পৌরসভার থানা পাড়া নিবাসী মৌলানা মোঃ ইসা (অবসর প্রাপ্ত শিক্ষক) বার্ধক্যজনিত কারণে গতকাল রোববার বিকেল সাড়ে তিন টায় নিজ বাড়িতে ইন্তিকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র ও এক কন্যাসহ অসংখ্য ছাত্র-ছাত্রী, আত্বীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে যান। আজ সোমবার সকালে জানাযার নামাজ শেষে তাকে দাফন করার কথা রয়েছে।

অবসরপ্রাপ্ত শিক্ষক মৌলানা মোঃ ইসার মৃত্যুতে এক শোক বার্তায় ড. আযাদ বলেন, মরহুম মৌলানা মোঃ ইসা একজন আদর্শ শিক্ষক হিসেবে সমাজ ও দেশের জন্য তার অবদান অতুলনীয়। তিনি আজীবন মানুষ গড়ার কাজে সময় দিয়েছেন। মহান আল্লাহ তার শিক্ষকতা পেশা কে কবুল করে তা পরকালীন মুক্তির জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে গোরকঘাটা বুধাগাজীর বংশ বশির আহমদ প্রকাশ মুন্সি বাসি (৬২) চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল রোববার বিকেলে ইন্তিকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মুন্সি বাসি মৃত্যুকালে স্ত্রী, ৫ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুম বশির আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতিতে ড. হামিদুর রহমান আযাদ বলেন, মানুষ মরণশীল সবাই কে মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবেনা। তাই পরকালীন মুক্তির জন্য ইহকালিন জীবন কে সাজাতে হবে। তিনি মরহুমের আত্বার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।