শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : গুণীজন হিসেবে ভূষিত হওয়ায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আম উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মী আহসান হাবিবকে সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার দুপুরে শিবগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিবগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য মমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রবীণ সংবাদিক সফিকুল ইসলাম, আম উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মী আহসান হাবিব, শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বারিউল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল হক, বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি নাদিম হোসেন, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, বাংলাদেশ সংবাদ সংস্থার জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি হানিফ মাহমুদ, কালের কণ্ঠ মাল্টিমিডিয়া প্রতিনিধি ফরহাদ হোসেন, শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন, সাবেক সাধারণ সম্পাদক শামসুন্নাহার সোহানা, আমচাষী এনামুল হক স্বপন ও আবদুল আওয়াল সহ অন্যরা। মাটি ও মানুষ নিয়ে কাজ করায় সম্প্রতি ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির ১৫তম চাঁপাই উৎসবে আমচাষী ও উদ্যোক্তা আহসান হাবিবকে গুণীজন হিসেবে ভূষিত করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা। অনুষ্ঠানে আমচাষী, উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পরে শিবগঞ্জ ম্যাগো ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেয়া হয়।
গ্রাম-গঞ্জ-শহর
শিবগঞ্জে আহসান হাবিবকে সংবর্ধনা
গুণীজন হিসেবে ভূষিত হওয়ায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আম উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মী আহসান হাবিবকে সংবর্ধনা দেয়া হয়েছে।