রাজধানীর দারুস সালামে ফুরফুরা শরীফের ৬৪ তম বার্ষিক ইছালে সাওয়াব মাহফিল গতকাল শুক্রবার জুমার নামাজের আগে আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয়। বিশ্বের সকল মুসলমানদের হেফাজত ও দেশের শান্তি, স্থিতিশীলতা এবং কল্যাণ কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন ফুরফুরা শরীফের বর্তমান গদিনশীন পীর শায়েখ আবু বকর আবদুল হাই মেশকাত সিদ্দিকী (মাঃ জিঃ আঃ)।
ফুরফুরার পীর মেশকাত সিদ্দিকী বলেন, মুসলমানদেরকে দুনিয়ার অকল্যান থেকে পরাধীন হয়ে আল্লাহর অধীন হয়ে যেতে হবে। সেই জন্য দুনিয়ার জীবনে যাবতীয় অন্যায় অপরাধ থেকে মুক্ত থাকার পথ অবলম্বন করতে হবে। তার জন্যই দ্বীনি সমাজের পরিবেশ তৈরী করা আলেম উলামা পীর মাশায়েখ ও দ্বীনের দায়ী এবং সৎ মানুষদের দায়িত্ব ও কর্তব্য।
চারদিন ব্যাপী মাহফিলের সমাপনী মোনাজাতে অংগ্রহণ করেন মাদরাসা ই ফুরফুরার প্রধান মুফতী ও শায়খুল হাদিস, ইসলামী ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরী কমিটির চেয়ারম্যান মুফতী ছাঈদ আহমাদ মোজাদ্দেদী, ঢাকা ১৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিষ্টার আরমান বিন কাশেম, বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত পরিষদের সভাপতি আ ন ম আতাউল্লাহ নাঈম, দারুস সালাম থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু হানিফ প্রমুখ।
দেশ বরেণ্য আলেম ওলামা পীর মাশায়েখগণ চারদিনের মাহফিলে আলোচনা পেশ করেন। আখেরী মোনাজাতে রাজধানী ঢাকাসহ সারাদেশের হাজার হাজার ভক্ত মুরিদ ও ধর্মপ্রাণ মুসল্লীগণ অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।