নোয়াখালী সংবাদদাতা : নোয়াখালী জেলার সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের কাশেম বাজার জামে মসজিদে অনুষ্ঠিত ছাত্রশিবিরের তাফসীর মাহফিলে যুবদল সভাপতি ফারুকের নেতৃত্বে হামলা করা হয়। এতে পঞ্চাশের অধিক শ্রোতা আহত হন এবং বেশ কিছু মোটরসাইকেল লুটপাট ও ভাঙচুর হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ব্যর্থ হলে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।
ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহর সভাপতি হাবিবুর রহমান আরমান সাংবাদিকদের জানান, যুবদলের সশস্ত্র লোকজন মসজিদ ও মসজিদের বাইরে উপস্থিত শ্রোতাদের ওপর হামলা করে। এতে ৫০ জনের অধিক শ্রোতা আহত হন, একজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার ও জেলা বিএনপি আহ্বায়ক মাহবুব আলমগীর আলো আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে দেখতে যান এবং হামলায় দুঃখ প্রকাশ করেন।
এদিকে হামলার প্রতিবাদে মাইজদীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নোয়াখালী সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের একাধিক টিম ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে উভয়পক্ষের সঙ্গে আলোচনা চালাচ্ছে।