DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

গ্রাম-গঞ্জ-শহর

গাজীপুরে এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

এআই টেকনিশিয়ানদের (এআইটি) কল্যাণের জন্য পূর্ববর্তী বৈঠকে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল (সম্মানজনক ভাতা, দৈনিক হাজিরা), তা দ্রুত কার্যকর করতে হবে। এছাড়া তারা নিম্নলিখিত দাবিগুলো তুলে ধরেন—

5449b4a4-d61d-441d-98b3-6d0425e4d763

স্টাফ রিপোর্টার, গাজীপুর: গাজীপুরে ৭ দফা দাবির বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও মানববন্ধন করেছে বাংলাদেশ প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতি।

বৃহস্পতিবার (১৩ মার্চ) গাজীপুর শাখার আয়োজনে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে সমিতির গাজীপুর জেলা শাখার সভাপতি মোঃ জুলহাস মিয়া, সাধারণ সম্পাদক মোঃ হান্নান দেওয়ানসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।

বক্তারা বলেন, এআই টেকনিশিয়ানদের (এআইটি) কল্যাণের জন্য পূর্ববর্তী বৈঠকে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল (সম্মানজনক ভাতা, দৈনিক হাজিরা), তা দ্রুত কার্যকর করতে হবে। এছাড়া তারা নিম্নলিখিত দাবিগুলো তুলে ধরেন—

একই ইউনিয়নে একাধিক এআইটি নিয়োগের অনিয়ম (নিজ খরচে প্রশিক্ষণ ও যথাযথ প্রক্রিয়াবিহীন নিয়োগ) বাতিল করতে হবে।

বেসরকারি কোম্পানিগুলোকে কৃত্রিম প্রজনন কাজের অনুমতি দিয়ে টার্গেট প্রথা বহাল রাখা অযৌক্তিক, তাই এটি শিথিল করতে হবে।

এআই টেকনিশিয়ানদের চাহিদামাফিক সিমেন সরবরাহ নিশ্চিত করতে হবে। সরকারি সিমেনের বিরুদ্ধে অপপ্রচার রোধ করতে হবে, যাতে উপজেলা ও জেলা প্রাণিসম্পদ অফিস যথাযথ ভূমিকা নিতে পারে।

বেসরকারি এআই কর্মীদের মাসিক রিপোর্ট প্রদান বাধ্যতামূলক করতে অফিস আদেশ জারি করতে হবে।

সর্বোচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী যোগ্য এআইটিদের এফএ (এআই) পদে নিয়োগ দ্রুত সম্পন্ন করতে হবে।

বক্তারা আরও বলেন, প্রাণিসম্পদ খাতে এআই টেকনিশিয়ানদের অবদান অনস্বীকার্য। তাই তাদের অধিকার ও ন্যায্য দাবি পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।