তৌফিক রুবেল, দাউদকান্দি (কুমিল্লা) : কুমিল্লার হোমনায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘২৪ এর রঙে’ শীর্ষক গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সম্প্রতি উপজেলা পরিষদ মিলনায়তনে বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্ষেমালিকা চাকমা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মো. নজরুল ইসলাম, অধ্যক্ষ কে এম আতিকুর রহমান, প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, মো. নজরুল ইসলাম, আমেনা বেগম ও এটিএম মফিজুল ইসলাম শরীফ। এছাড়া আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মাওলানা মনিরুল ইসলাম এবং সিনিয়র শিক্ষক মো. আবুল কালাম আজাদ। এই প্রতিযোগিতায় মূলত দু’টি ক্যাটাগরিতে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়, ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি এবং একাদশ ও দ্বাদশ শ্রেণি। উভয় গ্রুপ থেকে মোট ৬ জন শিক্ষার্থীকে তাদের সৃজনশীলতার স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়। বক্তারা তাদের আলোচনায় বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকাশ, নান্দনিকতা ও সুস্থ সাংস্কৃতিক চর্চায় এ ধরনের সৃজনশীল আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা। অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
গ্রাম-গঞ্জ-শহর
হোমনায় ‘২৪ এর রঙে’ গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
কুমিল্লার হোমনায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘২৪ এর রঙে’ শীর্ষক গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সম্প্রতি উপজেলা পরিষদ মিলনায়তনে বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী শিক্ষার্থীদের হাতে