চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ও দেওয়ানবাজার রুমঘাটা নিবাসী নূর মোহাম্মদ এর মা মোকাররম বেগম
গতকাল শনিবার ফজরের নামাজের সময় ইন্তিকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহ রাজিউন)।
ওইদিন বাদে জোহর মরহুমার প্রথম নামাজে জানাজা দেওয়ান বাজার বাংলাদেশ ইসলামী একাডেমি (বিআইএ) জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজের পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সাবেক আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য চট্টগ্রাম মহানগরী ভারপ্রাপ্ত আমীর ও পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ড. মাওলানা সাইয়েদ আবু নোমান, কোতোয়ালি থানা আমীর আমির হোছাইন, মরহুমার ছেলে নুর মোহাম্মদ প্রমুখ।
নামাজের জানাজায় ইমামতি করেন বাংলাদেশ ইসলামী একাডেমি (বিআইএ) জামে মসজিদের খতিব মাওলানা সাফওয়ান বিন হারুন আল আজহারি।
জানাজার নামাজের আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, চট্টগ্রাম উত্তর জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি ফজলুল হক, নগর কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী, মাওলানা মমতাজুর রহমান প্রমুখ।
মরহুমার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম এবং সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
শোকবাণীতে নেতৃবৃন্দ বলেন আল্লাহ তা’আলা মরহুমার গুনাহসমূহ ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসীব করুন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এ শোক সইবার তাওফিক দান করুন। নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
২য় নামাজের জানাজা বাদে আছর বাঁশখালী পুকুরিয়া গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়, জানাজা শেষে মরহুমা কে পারিবারিক কবরস্থান দাফন করা হয়।