শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা : হোতাপাড়ায় অবস্থিত ফু-ওয়াং ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিয়া মামুনের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাৎ, শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের অর্থ লোপাট এবং টানা দুই মাসের বেতন ও ঈদ বোনাস বন্ধের অভিযোগে তীব্র আন্দোলনে নেমেছেন কারখানার শ্রমিকরা।

রোববার (২০ এপ্রিল) দুপুর ১২টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে কারখানার প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রায় এক হাজার শ্রমিক অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিকরা অভিযোগ করেন, মালিকপক্ষ বছরের পর বছর শ্রমিকদের অধিকার হরণ করে যাচ্ছে। প্রভিডেন্ট ফান্ডের কয়েক কোটি টাকা আত্মসাৎ করে ব্যবস্থাপনা পরিচালক মিয়া মামুন দেশ-বিদেশে সম্পদের পাহাড় গড়েছেন।

রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি একাধিক দুর্নীতির মামলায় রক্ষা পেয়েছেন। শ্রমিকদের ভাষ্য, “মিয়া মামুন আওয়ামী লীগের প্রভাবশালী মহলের ঘনিষ্ঠ। এমনকি সালমান এফ রহমানের সাথেও তার দুর্নীতির যোগাযোগ রয়েছে বলে আমরা শুনেছি। দেশের টাকা বিদেশে পাচার করে, আর গরিব শ্রমিকদের পেটে লাথি মারছে।” শ্রমিকদের আরও অভিযোগ, গত দুই মাস ধরে বেতন বন্ধ রয়েছে। ঈদুল ফিতরের আগের ঘোষিত বোনাস এখনো পরিশোধ করা হয়নি। অথচ মালিকপক্ষ বারবার প্রতিশ্রুতি দিয়েও তা বাস্তবায়ন করেনি। তারা বলেন, “আমরা পরিবার নিয়ে না খেয়ে দিন কাটাচ্ছি, অথচ মালিকপক্ষ কোটি টাকার সম্পদ নিয়ে আরাম করছে।” কারখানার অভ্যন্তরে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম চলে আসছে বলেও শ্রমিকরা অভিযোগ করেন। সঠিক সময়ে ওভারটাইমের টাকা না দেওয়া, চিকিৎসা ও অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে— এসব অভিযোগ দীর্ঘদিনের।

মানববন্ধনে বক্তারা দুর্নীতিবাজ পরিচালকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও শ্রম মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন। তারা বলেন, “এভাবে একটি প্রতিষ্ঠান চলতে পারে না। আমরা আর প্রতারণা সহ্য করবো না। এবার আর নীরব থাকবো না। প্রয়োজন হলে রাজপথে আরও বড় আন্দোলনে যাবো।” এ বিষয়ে কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) আমীর হোসেন জানান, “আমি নিজেও তিন মাস আগে যোগ দিয়েছি। গত দুই মাসের বেতন আমারও বকেয়া রয়েছে।”