আত্রাই (নওগাঁ) সংবাদদাতা : ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি- প্রতিপাদ্যেকে সামনে রেখে নওগাঁর আত্রাই উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হয়েছে।

গত ১৮ আগস্ট উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. মাকসুদুর রহমানের সভাপতিত্বে ও প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম কামরুজ্জামানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল হাসান।

তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণে সকলকে এগিয়ে আসতে হবে। মাছের অভয়াশ্রম তৈরি করে আমরা দেশীয় প্রজাতির মাছ রক্ষা করতে পারি, যা আমাদের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণ ও মৎস্যচাষিদের সমন্বিত প্রচেষ্টাই এ লক্ষ্য অর্জনে সহায়ক হবে।

হিলি (দিনাজপুর)

অভয়াশ্রম গড়ে তুলি, বেশি মাছে দেশ ভরি এই প্রতিপাবাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শফিউল ইসলামসহ অনেকে। এর আগে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। আলোচনা সভা শেষে তিনজন সফল মৎস্য চাষির হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দরা।

কালাই (জয়পুরহাট)

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ গড়ি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে জাতীয় মৎস সপ্তাহ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। ১৮ আগষ্ট সোমবার ১০টায় এ উপলক্ষে পোনা মাছ অবমুক্ত করণ ও একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার শহরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মহতামিম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার জাহান।

সিরাজদিখান (মুন্সীগঞ্জ)

অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি, এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে মুন্সীগঞ্জ সিরাজদিখানে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার প্রদান ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে সিরাজদিখান উপজেলা সিনিয়র মৎস অফিসার সেলীম রেজার সভাপতিত্বে ও ফরিদ আহম্মেদ বাধন এবং মোঃ সিয়ামের সঞ্চালনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার।

আদমদীঘি (বগুড়া)

বগুড়ার আদমদীঘি উপজেলা মৎস্য অফিসের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালি শেষে আদমদীঘি উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা উপজেলা নির্বাহি অফিসার নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা সিনিয়র মৎস্য অফিসার নাহিদ হোসেন।

পাইকগাছা (খুলনা)

খুলনার পাইকগাছায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্ধোধন করা হয়েছে। সোমবার সকালে র্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর কতৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন