মাহমুদ শরীফ, কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়ার কুমারখালীতে আধুনিক পদ্ধতিতে হাইব্রীড জাতের পিয়াজ চাষ করে সাড়া ফেলেছে শিক্ষিত যুবক চাষী মনিরুল বিশ্বাস। বিঘা প্রতি ১০০ মণের বেশী ফলন হওয়ায় ১৬ বিঘা জমিতে পিয়াজ চাষ করে চলতি মওসুমে সে আয় করেছে ২১ লাখ টাকারও বেশী। তার দেখাদেখি অন্য কৃষকরাও পিয়াজ চাষে আগ্রহী হয়েছে।
কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের কবুরহাট গ্রামের কিনাজ উদ্দিন বিশ^াসের ছেলে শিক্ষিত যুবক মনিরুল বিশ^াস। চাকুরীর পিছনে না ছুটে নিজেই হয়েছে সফল কৃষি উদ্যোক্তা। এবছর উপজেলার চাপড়া ইউনিয়নের মাঠে সুপার কিং, লাল তীর কিংসহ বিভিন্ন হাইব্রীড জাতের পিয়াজ চাষ করেছে এলাকার চাষীরা। তবে এলাকাবাসীকে তাক লাগিয়েছে মনিরুল। এ মৌসুমে ১৬ বিঘা জমিতে পিয়াজ চাষ করে ১৭০০ মণেরও বেশী পিয়াজ উৎপাদন করেছে সে। যা থেকে আয় হয়েছে ২১ লাখ টাকার অধিক। যা অন্য ফসল বা পেশায় সম্ভব নয় বলে জানিয়েছে তরুণ কৃষি উদ্যোক্তা মনিরুল বিশ^াস। মনিরুল বিশ^াসের দেখাদেখি অন্য কৃষকরাও পিয়াজ চাষে উদ্বুদ্ধ হচ্ছে। তারাও পেয়েছেন সফলতা।
কৃষক মনিরুল বিশ^াসের কৃষি জমিতে কাজ করে জীবিকা নির্বাহ করছে অন্তত ২০জন দিনমজুর। তাদের সংসারে ফিরেছে স্বচ্ছলতা। মনিরুল বিশ^াসের এমন সফলতায় খুশি এসব শ্রমিকরাও।
উল্লেখ্য, কুষ্টিয়ায় চলতি মৌসুমে ৪ হাজার ৮৯০ হেক্টর জমিতে পিয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। লক্ষ্যমাত্রার চেয়ে ১৭০ হেক্টর জমিতে বেশি পিয়াজ চাষ হয়েছে। কুমারখালী উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাইসুল ইসলাম জানিয়েছেন, কৃষি বিভাগ তরুণ কৃষি উদ্যোক্তা মনিরুল বিশ^াসসহ সকল কৃষকদের পিয়াজ চাষে পরামর্শ ও কারিগরি সহায়তার পাশাপাশি সব ধরণের সহায়তা দিয়েছে।