‘মেধা ও নৈতিকতার সমন্বয়ে গড়ে ওঠুক আগামীর প্রজন্ম’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের স্কুল ও মাদরাসায় অধ্যয়নরত ৪র্থ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫। গতকাল শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশব্যাপী ৮৬টি কেন্দ্রে অনুষ্ঠিত এই পরীক্ষায় হাজার হাজর শিক্ষার্থী বিপুল উৎসাহ ও উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করেন।

ইসলামিক এডুকেশন সোসাইটির পরিচালক প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা ও নারায়ণঞ্জের ড. আফজাল হোসাইন স্কুল এন্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। সোসাইটির কার্যকরী পরিষদ সদস্য অধ্যক্ষ শফিকুল আলম হেলাল, অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সোসাইটির সহকারী পরিচালক মো. মহিব্বুল্লাহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এছাড়া সোসাইটির কর্মকর্তাবৃন্দ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন এবং সারাদেশের অঞ্চলসমূহ সমন্বয়ের দায়িত্বপালন করেন।

সারাদেশের কেন্দ্রসমূহে স্থানীয় শিক্ষাবিদ, সমাজসেবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ কেন্দ্র-সমূহ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা আয়োজনের জন্য ইসলামিক এডুকেশন সোসাইটি, ঢাকাকে ধন্যবাদ জানান।

পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্বপালন করেন সোসাইটির সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা এমদাদুল হক। প্রতিটি কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থী, অভিভাবক, পরীক্ষা কেন্দ্র কমিটি, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ পরীক্ষা বাস্তবায়নে সম্পৃক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।