কুড়িগ্রাম সংবাদদাতা : গতকাল ১২ নভেম্বর বুধবার কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাও: নিজাম উদ্দিনের পরিচালনায় কুড়িগ্রাম জেলা জামায়াতের কার্যালয় বিশেষ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসাবে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
প্রধান অতিথি বলেন-আগামী নির্বাচনে জুলাই- বিপ্লবের পক্ষের ও ফ্যাসিবাদ বিরোধী শক্তির বিজয় হবে, ইনশাআল্লাহ, এবার মানুষ টাকা নিয়ে ভোট দেবে না বরং মানুষ এবার ন্যায়য়ের পক্ষে ভোটও দিবে এবং ভোট পাহারাও দিবে।
ইসলামী আন্দোলনের পথে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে বিজয় অর্জনের, চ্যালেন্জ মোকাবেলায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ইসলামী আন্দোলনের কাজের জন্য এখন উর্বর। এখন সবাই ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ ও বৈষম্যক্ত রাষ্ট্র গঠনে এগিয়ে এসেছে। রাজনীতিতে সম্প্রীতি ও সহ অবস্থান তৈরি হয়েছে। মানুষ ইসলামী দল ও দেশপ্রেমিক শক্তিগুলোকে এক কাতারে দেখতে চায়। বাংলাদেশ জামায়াতে ইসলামী দীর্ঘ জুলুম, নির্যাতন সহ্য করে এ পর্যায়ে এসেছে এবং জনগণের মধ্যে আস্থা ও ভালোবাসা তৈরি হয়েছে এবং তা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।
মাওলানা আব্দুল হালিম জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদানে অবিলম্বে সাংবিধান আদেশ জারি ও জাতীয় নির্বাচনের আগে গণভোটের তারিখ ঘোষণার দাবি পুনর্ব্যক্ত করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহাবুর রহমান বেলাল, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক আজিজুর রহমান ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক সিফাত উল আলম।
আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী সাবেক ছাত্রনেতা উলিপুর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য প্রার্থী সাবেক ছাত্রনেতা অধ্যাপক আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ইয়াসিন আলী সরকার, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মোশাররফ হোসেন, জেলা কর্মপরিষদ সদস্যবৃন্দ (পুরুষ ও মহিলা) উপজেলা আমীর ও সেক্রেটারিবৃন্দ।