জুলাইকে আইনি ভিত্তি ও পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন হতে দেয়া হবে না বলে বক্তব্য দিয়েছেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও লালপুর উপজেলা জামায়াতের আমির আবুল কালাম আজাদ।

শুক্রবার সকালে নাটোরের বাগাতিপাড়ার মালঞ্চি রেলগেট এলাকায় জামায়াতের কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে বিক্ষোভ মিছিল শেষে পথসভায় তিনি এই বক্তব্য দেন।

এসময় আবুল কালাম আজাদ আরো বলেন, যারা সরকারের দোসর রয়েছে তাদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে। ১৪- দলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, যদি এই ধরনের সিদ্ধান্ত গ্রহন না করেন, আমাদের দাবি না মানেন, বাংলাদেশে আরেকটি অধ্যায় রচিত হবে। যার নেতৃত্বে থাকবে জামায়াত। যারা জুলাইকে আইনি ভিত্তি দিতে চাচ্ছেন না, তাদের বিরুদ্ধে হবে আন্দোলন। বাংলাদেশে দাঁড়ানোর জায়গা পাবেন না। অতীতকে খেয়াল করুন, যারা স্বৈরাচার ছিলেন, মানুষকে হত্যা করেছিলেন, মানুষের প্রতি অবিচার করেছিলেন, তাদের বাংলাদেশে তাদের ঠাঁই হয় নাই। আপনারাও আজকে যারা চিন্তা করছেন মানুষকে শোষণ করবেন, অবিচার করবেন, আপনাদের জায়গা বাংলাদেশে হবে না। আমাদের আন্দোলন ততক্ষণ পর্যন্ত থামবে না, যতক্ষণ জুলাইকে আইনি ভিত্তি দেওয়া হবে না এবং পিআর পদ্ধতিতে নির্বাচন হবে না।

উপজেলা জামায়াতের সেক্রেটারি জাকির হোসেনের সঞ্চালনায় ও নায়েবে আমির আনোয়ার হোসেন মুজাহিদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য ও জেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মিঠু সরকার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য গোলাম মোস্তফা, মমতাজ আলী সরকার, আব্দুল আজিজ লাবু, হাফেজ জহুরুল ইসলাম, পৌর আমির হাফেজ রবিউল ইসলামসহ উপজেলা ও পৌর জামায়াতের অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।