গাজীপুর- ২ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মঙ্গলবার বিকেলে টঙ্গীতে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি আদমজী মাঠ থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে নেতৃত্ব দেন গাজীপুর মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার এবং মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক সালাহ উদ্দিন সরকার। মিছিল শুরুর আগে আদমজী মাঠে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, গাজীপুর-২ আসনে জনগণের প্রত্যাশা ও তৃণমূল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা দলীয় ঐক্যের জন্য ক্ষতিকর হবে। তারা জোর দিয়ে বলেন, ‘জনগণ যেদিকে, তৃণমূল নেতাকর্মীরা যেদিকে মনোনয়নও সেদিকেই যেতে হবে।’ বক্তারা আরও উল্লেখ করেন, দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকা পরীক্ষিত ও জনপ্রিয় নেতৃত্বকে মূল্যায়ন না করলে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হবে।

গাজীপুর-২ আসন বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তারা বলেন, সঠিক মনোনয়ন সিদ্ধান্ত নিলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করা সম্ভব।

হাসান উদ্দিন সরকারের সভাপতিত্বে এবং মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভাটের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক সালাহ উদ্দিন সরকার, সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সরাফত হোসেন, সরকার শাহনূর ইসলাম রনি প্রমুখ।

বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিলে বিএনপির গাজীপুর-২ নির্বাচনী এলাকার শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। কর্মসূচিকে ঘিরে টঙ্গী এলাকায় ছিল উৎসবমুখর ও সরব রাজনৈতিক পরিবেশ।