শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা : শহীদ শরিফ উসমান হাদীর স্মরণে দোয়া মাহফিল এবং গণভোটের পক্ষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৬ জানুয়ারি বিকেল সাড়ে চারটায় শ্রীপুর পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে পৌর এলাকার বেড়াইদের চালা (আনসার রোড) এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর পৌর জামায়াতে ইসলামীর আমীর ডা. আনিসুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবুল হোসেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান।
প্রধান অতিথির বক্তব্যে ড. জাহাঙ্গীর আলম বলেন, শহীদ শরিফ উসমান হাদীর আত্মত্যাগ জাতিকে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রেরণা জোগায়। তিনি বলেন, একটি কল্যাণমূলক, ন্যায়ভিত্তিক এবং জনগণের অধিকার প্রতিষ্ঠিত রাষ্ট্র গঠনে গণভোট একটি গুরুত্বপূর্ণ ও কার্যকর গণতান্ত্রিক মাধ্যম।
তিনি আরও বলেন, প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা রেখে রাষ্ট্র পরিচালনা করতে হবে। দেশের মানুষ সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব প্রত্যাশা করছে উল্লেখ করে তিনি বলেন, জাতিকে সঠিক পথে এগিয়ে নিতে ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতি ও জনগণের সচেতন অংশগ্রহণ অপরিহার্য।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নুরুল ইসলাম, সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ, শ্রীপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা আফজাল হোসেন খান, হাসান হাবিবসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় মুসল্লিরা। অনুষ্ঠান শেষে শহীদ শরিফ উসমান হাদীর রূহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।