শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা: মানিকগঞ্জের হরিরামপুরের লেছড়াগঞ্জ বাজার থেকে কাষ্ঠাপাড়া বাজার যাওয়ার সড়কটি চার বছর আগে ভাঙার পর এখনো সংস্কার হয়নি। সামান্য বৃষ্টি হলেই উপজেলার বয়ড়া ইউনিয়নের ওই সড়কটি এখন চলাচল অনুপযোগী হয়ে পড়ে। এই দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী।
স্থানীয়রা জানান, ২০২০ সালে বন্যার পানির চাপে লেছড়াগঞ্জ বাজার-কাণ্ঠাপাড়া বাজার যাতায়াতের একমাত্র সড়কো মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সৈয়দ হাসান ইমাম বাবু মিয়ার বাড়ি সংলগ্ন অংশে ভেঙে চলাচল বন্ধ হয়ে যায়। পরে যাত্রাপুর গ্রামের বাসিন্দা (বর্তমানে বয়ড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান) ফরিদুর রহমান ফরিদ নিজ উদ্যোগে বাঁশের সাকো তৈরি করে দিলে মোটরসাইকেল, অটোরিকশা চলাচল শুরু হয়। ভাঙা অংশে বালু ফেলে মেরামত করা হলেও প্রতি বছর বর্ষা মৌসুমে বৃষ্টির পানি আর কাদায় চলাচলে ভোগান্তি শিকার হয় পথচারীরা। সম্প্রতি বয়ড়া বালু দিয়ে সংস্কার করা হলেও কয়েকদিনের টানা বৃষ্টিতে আবারো পানি-কাদায় ওই এলাকা একাকার হয়েছে।
স্থানীয় বাসিন্দা টিপু জানান, ৪ বছর ধরে সড়কের ভাঙা অংশে চলাচলে কঠিক। এই সড়ক দিয়েই কয়েকটি ইউনিয়নের বাসিন্দা প্রতিদিন চলাচল করেন। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাবেচার জন্য যাতায়াতে এ সড়কটি ব্যবহার ব্যবহার করা হয়। অতি দ্রুত মেরামত করা না হলে সড়কটি চলাচল অনুপযোগী হয়ে পরবে।
লেছড়াগঞ্জ বাজারে কৃষি ব্যাংক কর্মকর্তা ফেরদৌস আল ইসলাম জুয়েল বলেন, ‘নিয়মিত এ সড়ক দিয়ে ব্যাংকে যাতায়াত করি। বর্ষার সময় খুবই বাজে অবস্থা থাকে। মাঝে মাঝে হাঁটু পানি আর কাদা থাকে। সোমবার (১ জুলাই) একটি ট্রাক বিকল হয়ে যায়।’
বয়ড়া ইউপি চেয়ারম্যান ফরিদুর রহমান ফরিদ বলেন, ‘ঈদ-উল-আযহার কয়েকদিন আগে বালু ফেলে মেরামত করেছিলাম। আমি এলজিইডি অফিসে যোগাযোগ করলে আশ্বস্ত করেছেন যে, দ্রুত এ সড়কটি মেরামতের কাজ শুরু হবে।’
জানতে চাইলে হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান বলেন, লেছড়াগঞ্জ বাজার-কান্ঠাপাড়া বাজার সড়কটি দ্রুত সময়ের মধ্যে মেরামত করা হবে।