গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে তাজিয়া বেগম (৬৫) নামে এক নিজ ঘরে খুন হয়। রাত ১১টার দিকে উপজেলার চন্ডীপুর ইউনিয়নের কালুপুর গ্রামের ক্বারী সাহেবের বাড়ি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এর আগে একইদিন রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহত তাজিয়া বেগম ওই গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানায়, এশার নামায পড়তে মসজিদে যান মান্নান। ওই সময় তার স্ত্রী রান্না ঘরে একা কাজ ছিলেন। সেই সুযোগে কে বা কারা ঘরে ঢুকে তাকে গলাকেটে হত্যা করেন। নামায শেষে মসজিদ থেকে বাড়ি ফিরে রান্না ঘরে স্ত্রীর রক্তাক্ত দেহ দেখতে পান মান্নান। তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কী কারণে এমনটি হয়েছে তা এখনো নিশ্চিত হতে পারিনি। তবে তার গলায় ও নাকে থাকা স্বর্ণ লুট হয়ে গেছে। পুলিশ জানিয়েছে ময়না তদন্তের জন্য লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।