ছুটির দিনেও গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) প্রশাসক সরফ উদ্দিন আহমেদ উন্নয়ন কর্মকাণ্ড থামতে দেননি। শনিবার (৮ জুন) তিনি মহানগরের টঙ্গী, পুবাইল, চান্দনা চৌরাস্তা ও কোনাবাড়ি এলাকায় একাধিক সড়ক, ড্রেন ও অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও পরিদর্শন করেন। এসব কার্যক্রমে তার সরাসরি উপস্থিতি শুধু কর্মকর্তাদের নয়, সাধারণ নাগরিকদের মাঝেও ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে।
প্রশাসক দিনের শুরুতে পরিদর্শন করেন টঙ্গী স্কুল মাঠ। সেখানে তিনি মাঠে একটি আন্তঃফুটবল ম্যাচ আয়োজনের নির্দেশ দেন, যাতে তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ে এবং স্বাস্থ্যবান ও ইতিবাচক সমাজ গঠনে ভূমিকা রাখে।
পরে তিনি পুবাইল এলাকায় যান, যেখানে “হাসনা হেনা শুটিং স্পট রোড”-এর ১৫৩০ মিটার কার্পেটিং কাজের উদ্বোধন করেন। প্রকল্পটির ব্যয় ১ কোটি ৪৫ লক্ষ টাকা। এরপর তিনি ঢাকা বাইপাস হতে পুবাইল থানা হয়ে চামুন্ডা বাইপাস পর্যন্ত ২ কিলোমিটার কার্পেটিং ও রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করেন, যার প্রকল্প ব্যয় ১০ কোটি ৫৯ লক্ষ টাকা। সড়ক দুটির উন্নয়ন স্থানীয় জনজীবনে গতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করবে।
তিনি পরিদর্শন করেন চান্দনা চৌরাস্তা এলাকায় বিআরটি প্রকল্প ও জাইকার অর্থায়নে প্রস্তাবিত ফ্লাইওভারের সম্ভাব্য স্থান। এই ফ্লাইওভার মহানগরের কেন্দ্রস্থলের যানজট নিরসনে বড় ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পরবর্তীতে তিনি রথযাত্রা মেলা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় জিসিসি’র সহযোগিতার আশ্বাস দেন।
দিনের শেষভাগে প্রশাসক যান কোনাবাড়ি এলাকায়। সেখানে তিনি আমবাগ পূর্বপাড়া আতাউর মার্কেট থেকে পশ্চিম দিকে আমবাগ নাছির মার্কেট পর্যন্ত আরসিসি রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন, যার মোট ব্যয় ২ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ৭২৩ টাকা। রাস্তা ও ড্রেন নির্মাণে শিল্পাঞ্চলের কর্মজীবী মানুষ ও স্থানীয় জনগণের যাতায়াত সহজতর হবে।
প্রশাসক সরফ উদ্দিন আহমেদ বলেন,
“এই মহানগরকে একটি আধুনিক, দূষণমুক্ত ও বাসযোগ্য শহরে রূপান্তরের জন্য আমরা ছুটি বা সীমাবদ্ধতার বাইরে গিয়ে কাজ করছি। উন্নয়ন হবে সবার জন্য, সবখানে। নগরবাসীর প্রত্যাশা পূরণই আমাদের দায়িত্ব।”
এসময় উপস্থিত ছিলেন সচিব মোঃ আমিন আল পারভেজ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ সোহেল রানা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা—মোহাম্মদ জহিরুল ইসলাম, মোহাম্মদ ফিরোজ আল মামুন, রুবাইয়া ইয়াসমিন, নাজরাতুন নাইম, ইলিশায়া রিছিল, গাজীপুরের জেলা প্রশাসক, এনডিসি, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, এ কে এম হারুনুর রশিদ, নির্বাহী প্রকৌশলী মাইদুল ইসলাম, মোঃ আশরাফ হোসেন, মোঃ লেহাজ উদ্দিন, রাকিবুল হাসান রাসেল, মোছাম্মৎ আবিদা সুলতানা, মোঃ আকরাম হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
নগরবাসী মনে করছেন, এই ধারাবাহিক ও সময়োপযোগী উন্নয়ন কর্মকাণ্ড গাজীপুরকে দ্রুতই একটি পরিবেশবান্ধব ও আধুনিক নগরীতে রূপান্তর করবে।