জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তাকে দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর রূপায়ন টাওয়ারে এনসিপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানান, আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন না সদ্য বিদায়ী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হয়েছেন। সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদও কথা বলেন। এতে জানানো হয় সারাদেশে ৪৭টি আসনে দলের নেতারা মনোনয়পত্র জমা দিয়েছেন।

এর আগে ঢাকা-১০ আসন থেকে আসিফ নির্বাচন করবেন বলে আলোচনা ছিল। তিনি এই আসনে নির্বাচনী প্রচারণাও চালিয়েছেন। এছাড়া কুমিল্লার একটি আসন থেকেও তার জন্য মনোনয়পত্র নেয়া হয়েছিল। তবে তিনি কোন দলের হয়ে নির্বাচন করছেন এ নিয়ে কৌতূহল ছিল।

২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেসময় উপদেষ্টা পরিষদে ছাত্র প্রতিনিধি হিসেবে ছিলেন মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। গত ২৫ ফেব্রুয়ারি নাহিদ পদত্যাগ করেন এবং পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়কের দায়িত্ব নেন।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম জানান, আসিফ মাহমুদ এবার নির্বাচনে অংশগ্রহণ করবেন না। বরং, এনসিপি থেকে মনোনীত প্রার্থীরা যাতে জিতে আসতে পারে এবং সংসদে গিয়ে গণ-অভ্যুত্থানের পক্ষে কণ্ঠস্বর হয়ে উঠতে পারেন, সেজন্য তিনি কাজ করবেন। এজন্য তাকে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।

সদ্য এনসিপিতে যোগ দেয়া আসিফ মাহমুদ বলেন, জুলাই অভ্যুত্থানের শহিদদের আকাক্সক্ষা পূরণের জন্য আমি এনসিপিতে যোগ দিয়েছি। আমি এবার নির্বাচনে অংশ নিচ্ছি না। আমি মনে করি, আমার একজনের সংসদে যাওয়ার চেয়ে আমাদের জুলাই অভ্যুত্থানের বহু সহযোদ্ধাদের সংসদের যাওয়ার ক্ষেত্রে অবদান রাখতে পারি, এর চেয়ে বড় সাফল্য আর কিছু হতে পারে না। এছাড়াও গণভোটে হ্যাঁ ভোট দিতে সবার প্রতি আহবানও জানান তিনি।

সংবাদ সম্মেলনের শুরুতেই বক্তব্য দেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি আসিফ মাহমুদকে স্বাগত জানিয়ে বলেন, আজ থেকে আমি নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছি। এই দায়িত্ব পালন করবেন আসিফ মাহমুদ।