সোনাতলা (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার সোনাতলায় পাকুল্লা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাফী (৭৫) মাষ্টার গতকাল মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় তার নিজ বাসভবন পাকুল্লা গ্রামে ইন্তিকাল করেছেন ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে পুত্র-কন্যাসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন। বাদ মাগরিব পাকুল্লা উচ্চ বিদ্যালয় মাঠে নামাযে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কাফী মাষ্টারের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নিবার্হী সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, বগুড়া জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ মোজাহিদুল ইসলাম খান, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এনামুল হক মণ্ডল,পাকুল্লা ইউপির চেয়ারম্যান লতিফুল বারী টিম,সোনাতলা উপজেলা আমীর সহকারী অধ্যাপক ফজলুল করিম,উপজেলা বিএনপির সদস্য জিএম আলী হাসান,বগুড়া ইসলামী হাসপাতালের পরিচালক এবিএম মাজেদুর রহমান জুয়েল,সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সদস্য সাংবাদিক মিনাজুল ইসলাম মিজান, পাকুল্লা ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল হান্নান।
গ্রাম-গঞ্জ-শহর
সোনাতলায় কাফী মাস্টারের মৃত্যুতে অধ্যক্ষ শাহাবুদ্দিনের শোক
বগুড়ার সোনাতলায় পাকুল্লা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাফী (৭৫) মাষ্টার গতকাল মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় তার নিজ বাসভবন পাকুল্লা গ্রামে ইন্তিকাল করেছেন ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
Printed Edition