গ্রাম-গঞ্জ-শহর
এ যেন মধুমাসের প্রস্তুতি
রসালো ফলের মাস মধুমাসের এখনো ঢের দেরি। কিন্তু তার প্রস্তুতি যেন এই ফাগুনেই শুরু হয়েছে। আর ফলের রাজা আম দিয়েই সেই পর্বের সূচনা। মুকুলের পালা শেষে এখন কড়ালির বেড়ে উঠা। গাছে গাছে এখন
Printed Edition

রাজশাহী: রসালো ফলের মাস মধুমাসের এখনো ঢের দেরি। কিন্তু তার প্রস্তুতি যেন এই ফাগুনেই শুরু হয়েছে। আর ফলের রাজা আম দিয়েই সেই পর্বের সূচনা। মুকুলের পালা শেষে এখন কড়ালির বেড়ে উঠা। গাছে গাছে এখন বাহারি আমের কড়ালি উঁকিঝুকি দিয়ে চলেছে। আর তা দেখে আম চাষীর মনে দোলা লাগছে। রাজশাহী অঞ্চলে এবার আমের ফলন ভালো হওয়ারও আশা করছেন গাছের মালিকরা। তবে সামনে আরো কিছু প্রাকৃতিক বিরূপতা অতিক্রম করতে হতে পারে। সে পর্যন্ত আশা জাগিয়ে রাখতে চান বাগানমালিক ও ব্যবসায়ীরা। আম-কড়ালির বিপুল সমারোহের এই দৃশ্য রাজশাহী নগরীর বুলনপুর থেকে ক্যামেরাবন্দি করেছেন ফটো সাংবাদিক সোহরাব হোসেন সৌরভ