ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় স্থানীয় জনতা ঢাকার দক্ষিণ আ’লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিনসহ চারজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। শনিবার সকালে স্বরূপপুর ইউনিয়নের পেপুলবাড়িয়া গ্রামের জেলেপোতা মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দালাল চক্রের সদস্যরা রিয়াজ উদ্দিনকে মোটরসাইকেলে করে সীমান্তের দিকে নিয়ে যাচ্ছিল। কাঁচা রাস্তা দিয়ে ফেরার পথে স্থানীয়দের সন্দেহ হলে তারা চারজনকে আটক করে। এসময় রিয়াজ উদ্দিন স্বীকার করেন, দালালরা তাকে তিন দিন ধরে আটক রেখে ৩ লাখ ৬০ হাজার টাকা ও একটি এটিএম কার্ড নিয়ে নিয়েছে।
আটক অন্য তিনজন হলো। পেপুলবাড়িয়া গ্রামের ফয়েজ ও মিরাজসহ এক ব্যক্তি, যার বাড়ি চাঁদপুরের মতলব থানায়। পুলিশ জানায়, তারা মানবপাচার চক্রের সক্রিয় সদস্য। এর মধ্যে ফয়েজ গত ২ মে বিএসএফের গুলিতে আহত হয়েছিল।
ঘটনার খবর পেয়ে শ্যামকুড় বিওপি, মহেশপুর থানা পুলিশ ও স্থানীয় ইউপি মেম্বার তরিকুল ইসলাম তরু ঘটনাস্থলে যান। মহেশপুর থানার ওসি সাজ্জাদুর রহমান বলেন, আটককৃতদের থানায় আনা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। ঢাকা দক্ষিণ আ’লীগের নেতা রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে ঢাকায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।