গ্রাম-গঞ্জ-শহর
শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা: গাজীপুরে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাজীপুর মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) জুমার নামাজের পর গাজীপুর মহানগরীর

মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাজীপুর মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) জুমার নামাজের পর গাজীপুর মহানগরীর বোর্ডবাজার কেন্দ্রীয় মসজিদের সামনে ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতা এ কর্মসূচি পালন করে।
বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর নায়েবে আমীর এবং বিশিষ্ট শ্রমিক নেতা মুহাম্মদ হোসেন আলী। এছাড়া আরো বক্তব্য রাখেন বিশিষ্ঠ ইসলামী বক্তা মাওলানা আব্দুর রহিম মাদানি, শ্রমিক নেতা ফারদিন হাসান হাসিব, নুরে আলম ভুইয়া, খন্দকার আসাদুজ্জামান, ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, শিশু আসিয়াকে নির্মমভাবে ধর্ষণ ও হত্যার ঘটনা মানবতার বিরুদ্ধে ভয়াবহ অপরাধ। তারা এই ঘৃণ্য অপরাধের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
এ সময় নেতারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যদি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হয়, তাহলে সাধারণ মানুষ আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
বিক্ষোভ মিছিলে গাজীপুর মহানগরীর বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতা-কর্মী, ওলামা মাশায়েখ ও সাধারণ মানুষ অংশ নেন। কর্মসূচি শেষে এক প্রতিবাদ সভার মাধ্যমে দ্রুত বিচারের দাবি জানিয়ে কর্মসূচি সমাপ্ত হয়।