চেক বিতরণ
গাইবান্ধা সংবাদদাতা : বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সদস্যদের চিকিৎসার জন্য গতকাল বৃহস্পতিবার সংগঠন কার্যালয়ে অনুদান অর্থের চেক বিতরণ করা হয়। চেক বিতরণ করেন প্রধান অতিথি ও সংগঠনের উপদেষ্টা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি গাইবান্ধা জেলা শাখা এই চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান আজাদ মো: আবু রায়হান মন্ডল, সহ-সভাপতি মো. মতিয়ার রহমান, সেক্রেটারি মো. আব্দুর রাজ্জাক মিয়া, ক্যাশিয়ার মো. খায়রুজ্জামান দুদু, যুগ্ম ক্যাশিয়ার মো. হারুনর রশীদ, নির্বাহী সদস্য মো. খায়রুজ্জামান ও সংগঠনের সদস্যবৃন্দসহ চেক গ্রহণকৃত সদস্যরা। উল্লেখ্য, এই সংগঠনের সদস্যদের চিকিৎসা, শিক্ষা, দু:স্থ অসহায়দের আর্থিক অনুদান, শীতবস্ত্র বিতরণসহ বিভিন্নভাবে সহযোগিতা করা হয়। এরই ধারবাহিকতায় শিক্ষাক্ষেত্রে সংগঠনের সদস্যদের এই অনুদানের চেক বিতরণ করা হয়। ২৮ জনকে ১২ হাজার করে ৩ লাখ ৩২ হাজার টাকার চেক দেয়া হয়।
অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
চুয়াডাঙ্গা সংবাদদাতাঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কায়েতপাড়ায় এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তিকে গলায় কোমরের বেল্ট পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
স্থানীয়দের বরাত দিয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান বৃহস্পতিবার (৮ জানুয়ারী) সকালে আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের বিলের মাঠ থেকে ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে লাশটি উদ্ধার করে। মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। তবে তার পরনে ছিল নীল রঙের জিন্স প্যান্ট, সাদা রঙের গেঞ্জি, কালো রঙের হুডি ও নীল রঙের জ্যাকেট। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ জানায়।
অর্থ আদায়ের অভিযোগ
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীদের ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সনদ দিতে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। সরকারি নির্দেশনা উপেক্ষা করে এই অর্থ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন একাধিক অভিভাবক।
অভিযোগের কেন্দ্রবিন্দু উল্লাপাড়া পৌর শহরের ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। চলতি বছর বিদ্যালয়টি থেকে ১৬৮ জন শিক্ষার্থী পঞ্চম শ্রেণি সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য প্রয়োজনীয় সনদ সংগ্রহ করতে গিয়ে প্রতিটি শিক্ষার্থীর কাছ ১৫০ থেকে ২০০ টাকা করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক জানান, তাদের সন্তান পঞ্চম শ্রেণি উত্তীর্ণ হওয়ার পর স্থানীয় উচ্চ বিদ্যালয়ে ভর্তির জন্য সনদ নিতে গেলে বিদ্যালয় কর্তৃপক্ষ ১৫০- ২০০ টাকা দাবি করে। টাকা না দিলে সনদ দিতে গড়িমসি করা হয় এমন অভিযোগও করেন কেউ কেউ। এক অভিভাবক বলেন, “সরকারি স্কুলে পড়ালেখা করলেও এখন সনদ নিতে টাকা দিতে হচ্ছে। এটা আমরা মেনে নিতে পারছি না।”
সস্মেলন অনুষ্ঠিত
কালাই (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের কালাই টেকনিক্যাল কলেজ অডিটোরিয়ামে ৮ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে কালাই উপজেলা জামায়াতের আমীর মাওঃ মোঃ মুনছুর রহমানের সভাপতিত্বে ক্ষেতলাল ও কালাই উপজেলার রোকন সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। রুকন সন্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা জামায়াতের আমীর জয়পুরহাট-০১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ ফজলুর রহমান সাঈদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ গোলাম কিবরিয়া, জয়পুরহাট-০২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এস এম রাশেদুল আলম সবুজ, এ্যাডঃ মামুনুর রশীদ, মাওঃ মাহমুদুল হাসান, ক্ষেতলাল উপজেলা আমীর আমিনুল ইসলাম, কালাই উপজেলা নায়েবে আমীর তাইফুল ইসলাম, আব্দুর রউফ, সেক্রেটারি আব্দুল আলীম।
৮ লাখ টাকা জরিমানা
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুরে ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে পাহাড়ি লাল মাটি কাটার অপরাধে তিন ব্যবসায়ীর কাছ থেকে ৮ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
বুধবার সন্ধায় ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিন তাদের জরিমানা করেন।
যাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে তারা হলেন উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পাঁচগাও শহিদুল দেওয়ান ৩ লাখ, তরফপুর ইউনিয়নের ছিটমামুদপুর গ্রামের ইলিয়াস শিকদার ৩ লাখ, আজগানা ইউনিয়নের চিতেশ্বরী গ্রামের আহাদ শিকদার ২ লাখ টাকা।
জানা গেছে, অভিযুক্ত ব্যক্তিরা রাতের আধারে ভেকু মেশিন দিয়ে লাল মাটির টিলাকেটে ড্রাম ট্রাকে বোঝাই করে বিভিন্ন স্থানে বিক্রি করে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিন অভিযান চালিয়ে মাটিকাটার সময় তাদের হাতেনাতে ধরে ফেলেন। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের কাছ থেকে ৮ লাখ টাকা জরিমানা আদায় করেন। উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়াস ইয়াসমিন বলেন,জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ইমারত নির্মাণ
লক্ষ্মীপুর লক্ষ্মীপুরে ইজারা নেওয়া সরকারি সম্পত্তিতে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে স্থায়ী ইমারত নির্মাণ করছে শাহেনা আক্তার নামে এক নারী। বুধবার (০৭ জানুয়ারী) সকালে সরেজমিনে গেলে সদর উপজেলার বাংগাখাঁ ইউনিয়নের করেগোপুল এলাকায় স্থায়ী ইমারত নির্মাণ করতে দেখা যায়।
স্থানীয়ভাবে ও ভূমি অফিস সূত্র জানা যায়,২০১৯ সালের ১২ মার্চ জমিটি ভূমি অফিস থেকে শাহেনা বেগমের স্বামী মৃত ইসমাইল হোসেন ইজারা নেয়। যদিও সরকারি ইজারাকৃত সম্পত্তিতে স্থানী ইমারত কিংবা পাকা ভবন, আরসিসি ঘর, বহুতল ইমারত নির্মানে নিষেধাজ্ঞা থাকলেও তা তোয়াক্কা না করে ইজারা নেওয়া ব্যক্তির স্ত্রী পাকা বিল্ডিং নির্মান করতেছে।
শাহেনা বেগম ও তার এক আত্মীয় ওমর ফারুক বলেন,ঐ অঞ্চলের সরকারি সম্পত্তি রয়েছে ২১ একর, প্রত্যকে সরকার থেকে লীজ নিয়ে বহুতল ভবন ও পাকা বাড়ি নির্মান করছে, এখন আমরা করতেছি,এতে দোষের কি আছে, ভূমি অফিস থেকে তহশিলদার এসেছে,কাগজপত্র দেখে চলে গেছে।