যুক্তরাজ্যের জনপ্রিয় বাঙ্গালী কমিউনিটি লিডার লেখক,সাংবাদিক ও এসপায়ার পার্টি ইউকে এর চেয়ারম্যান কে এম আবু তাহের চৌধুরীকে মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। গত বুধবার পাবলিক লাইব্রেরির মিলনায়তনে পাবলিক লাইব্রেরির সভাপতি ও জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন এর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক এহসানা চৌধুরী চায়নার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন,মৌলভীবাজার প্রেস ক্লাবের সাবেক সভাপতি ডা. সাদিক আহমদ,যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার অধ্যাপক এ কে এম শহীদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আব্দুল ওয়াদুদ।বক্তব্য রাখেন দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি আজাদুর রহমান আজাদ সৈয়দ রুহুল আমিন, নাট্যকার খালেদ চৌধুরী,কবি ও আবৃত্তি শিল্পী সুফি চৌধুরী, লেখক কামাল আহমদ বাবু,সংবর্ধিত অতিথির কর্মময় জীবনী পাঠ করেন কবি বিজিত লাল দত্ত। সংর্বধনা অনুষ্ঠানে, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, ব্যবসায়ী, লেখক ও কবিসহ মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সদস্যরা উপস্থিত ছিলেন।
গ্রাম-গঞ্জ-শহর
যুক্তরাজ্য কমিউনিটি লিডার আবু তাহেরকে মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সংবর্ধনা
যুক্তরাজ্যের জনপ্রিয় বাঙ্গালী কমিউনিটি লিডার লেখক,সাংবাদিক ও এসপায়ার পার্টি ইউকে এর চেয়ারম্যান কে এম আবু তাহের চৌধুরীকে মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।