ঠাকুরগাঁও সংবাদদাতা: ঠাকুরগাঁও উন্নয়ন ফোরাম আয়োজিত দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে ছয় হাজারের বেশি রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার ও শুক্রবার ঠাকুরগাঁও সদর উপজেলার চারটি স্থানে এসব মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। প্রথম দিন বৃহস্পতিবার (১ মে) দানারহাট আনসারিয়া ফাজিল মাদরাসা এবং ভূল্লী ডিগ্রি কলেজে এবং দ্বিতীয় দিন শুক্রবার (২ মে) ঢোলারহাট বালিকা উচ্চবিদ্যাল ও সালন্দর ইসলামীয়া কামিল মাদরাসায় দিনব্যপী এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে দানারহাট আনসারিয়া ফাজিল মাদরাসায় মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের চেয়ারম্যান, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারি সেক্রেটারি দেলাওয়ার হোসেন।
ফ্রি মেডিক্যোল ক্যাম্পে ঢাকা থেকে আগত ৩৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক সম্মিলিতভাবে মেডিসিন, হৃদরোগ, নিউরোমেডিসিন, শিশু, গাইনী, চক্ষু, নাক, কান, গলা, মুখ ও দাত, রক্তরোগ,ডায়াবেটিস, বাত-ব্যাথা, প্যারালাইসিস, ফিজিওথেরাপি, লিভার, কিডনিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিরলস সেবা প্রদান করেন। সেই সাথে বিশেষ ব্যবস্থায় রোগ নির্নয়ে বিভিন্ন পরীক্ষা করান।
ক্যাম্পের প্রধান সমন্বয়কারী ও ঠাকুরগাঁও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ জানান, দুই দিনের ফ্রি মেডিক্যোল ক্যাম্পে সেবা নিতে মানুষের উপচেপড়া ভির ছিল। চারটি ক্যাম্পের মাধ্যমে ঠাকুরগাঁও জেলাসহ পাশর্^বর্তী পঞ্চগড় ও দিনাজপুর জেলার মানুষও এখানে সেবা নিয়েছেন। আমরা ছয় হাজারের মতো রোগীকে সেবা দিতে সক্ষম হয়েছি।
ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের চেয়ারম্যান দেলাওয়ার হোসেন বলেন, আমরা শুধু ঠাকুরগাঁওয়ের অবকাঠামোগত উন্নয়ন নিয়ে ভাবছি না। এ অঞ্চলের মানুষের স্বাস্থ্যের উন্নয়ন নিয়েও কাজ করছি। আপনারা যেন সহজে এবং সুলভে সুচিকিৎসা পান সেজন্য ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন করছি। আগামী দিনেও আমাদের এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।