চুয়াডাঙ্গা সংবাদদাতা: দুধের অপার শক্তিতে, মেতে উঠি এক সাথে' এ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও জেলা প্রাণীস¤পদ দপ্তরের আয়োজনে এবং প্রাণীস¤পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের এবং মৎস্য ও প্রাণীস¤পদ মন্ত্রণালয়ের সহযোগীতায় এ দিবস উদযাপিত হয়।
বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন উপলক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রাণীস¤পদ কর্মকর্তা ডা.সাহাবুদ্দিনের সভাপতিত্বে ও সহযোগী অধ্যাপক ড. মুন্সী আবু সাইফের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিাংল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা। আলোচনা সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক এ এইচ এম শামীমুজ্জামান। ভিডিও প্রদর্শন করেন চুয়াডাঙ্গা সরকারী ছাগল উন্নয়ন খামার কর্মকর্তা কে এম সাদ্দাম হোসেন। সভায় উপস্থিত ছিলেন বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন কমিটির সদস্য সচিব ও সদর উপজেলা প্রাণীস¤পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা প্রাণীস¤পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. খন্দকার শাওন হাসনাতসহ কর্মকর্তা-কর্মচারী এবং খামারীবৃন্দ।
সড়ক দুর্ঘটনায় যুবক নিহত : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সজিব নামের এক যুবক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে দুই মোটর সাইকেলে থাকা তিনজন। আলমডাঙ্গা হাটবোয়ালিয়া সড়কের যাদবপুর গ্রামে এ দূর্ঘটনা ঘটে। মারাত্মক জখম অবস্থায় তাদেরকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সজিবকে মৃত ঘোষণা করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত সজীব হোসেন (১৭) কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মালিহাত গ্রামের মৃত জানবার আলীর ছেলে। আহতরা হলেন, আলমডাঙ্গা উপজেলার উদয়পুর গ্রামের আরশেদ আলীর ছেলে জিয়াউর রহমান (৩৫), কাটাভাঙ্গা গ্রামের হাসিবুল ইসলামের ছেলে মানিক মিয়া (৩০) ও ওসমানপুর গ্রামের ইয়াকিন আলীর ছেলে আসিফ হোসেন (২০)। জন্মের কয়েক বছর পর সজীব মা হারা।