রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে ছয় কিলোমিটার সড়কজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টায় কাঁচপুর থেকে যানজট সৃষ্টি হয়। সন্ধ্যার পরে যানজটের তীব্রতা বেড়ে মহাসড়কের বরপা পর্যন্ত ছয় কিলোমিটার বিস্তৃত হয়।
হাইওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সিদ্ধিরগঞ্জে KORES BANGLADESH PLC’ নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন দাবিতে মহাসড়কের মৌচাক অংশে সড়ক অবরোধ করে। এতে করে শ্রমিকদের অবরোধে মহাসড়কের সাইনবোর্ড হতে কাঁচপুর পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়। এদিকে ঢাকা-সিলেট মহাসড়কের যানবাহনগুলো কাঁচপুর এসে আটকা পড়ছে। ধীরে ধীরে যানবাহনের এ লাইন দীর্ঘ হতে থাকে। যা দুপুর থেকেই যানজটের সৃষ্টি হয়। সন্ধ্যার পরে ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর থেকে বরপা পর্যন্ত ছয় কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে।
লেগুনা যাত্রী মুকাদ্দিস বলেন, দুপুরের পর থেকেই কাঁচপুর বাসস্ট্যান্ড থেকে যানবাহনের দীর্ঘ লাইন লেগে যায়। দুপুরে যানজট ঠেলেই কাঁচপুর থেকে বরপা এসেছি। ১০ মিনিটের পথ আসতে এক ঘন্টা সময় লেগেছে।
মেঘলা পরিবহনের চালক আবুল হোসেন বলেন, ট্রিপ নিয়ে ঢাকায় যাচ্ছি। বেলা পাঁচটায় বরপা থেকে জ্যামে পড়েছি। এক ঘন্টা লেগেছে কাঁচপুর আসতে। চট্টগ্রাম সড়কের যানজট ছেড়ে গেলেও এটা রয়ে গেছে।
শিমরইল ট্রাফিক পুলিশ পরিদর্শক জুলহাস উদ্দিন বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকদের অবরোধে যানজট সৃষ্টি হয়। এদিকে ঢাকা-সিলেট মহাসড়কের যানবাহনগুলো কাঁচপুর এসে আটকা পড়েছিল। এতে এই সড়কেও যানজটের সৃষ্টি হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।